কলকাতা: ভোটের প্রথম ৪ ঘণ্টায় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। আসানসোলে বুথে যেতে জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) বাধা দেওয়ার অভিযোগ । কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায়  ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বড়ঞায় উঠেছে আরও একটি বিস্ফোরক অভিযোগ। তৃণমূলকর্মীকে চড় পুলিশের। চাপড়ায় ভোটারদের 'বাধা' দেওয়ার হয়েছে বলে অভিযোগ। 


অভিযোগের বহর এখানেই শেষ নয়। দুর্গাপুরে বিজেপি বিধায়ককে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। নলহাটিতে বিজেপি এজেন্টকে 'মারধর' এর অভিযোগ উঠেছে। রানিগঞ্জেও বিজেপি কর্মীকে 'মারধর' এর অভিযোগ উঠেছে। কৃষ্ণনগরে 'প্রহৃত' হয়েছেন সিপিএম কর্মী। চতুর্থ দফার সকালে
সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে।


উল্লেখ্য, অন্ডালের বগুলা বাজার মোড়ে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকাল পুলিশ। পাণ্ডবেশ্বরের ভোটার নন, তাই যেতে দেওয়া যাবে না বলে পুলিশের তরফে জানানো হয়। তৃণমূল রিগিং চালাচ্ছে অথচ তাঁকে বেআইনিভাবে আটকানো হচ্ছে, অভিযোগ বিজেপি নেতার। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় জিতেন্দ্র তিওয়ারির।কলকাতা থেকে আসানসোলে ফিরেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর অভিযোগ, আসানসোলের গ্রামীণ এলাকায় অবাধে ভোট লুঠ করছে তৃণমূল। পুলিশ নিষ্ক্রিয়। সকাল থেকে অভিযোগ আসছে। এটা নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, দাবি জিতেন্দ্র তিওয়ারির।


কুলটির নিয়ামতপুর বাজারে বুথের ২০০ মিটারের মধ্যে থাকা তৃণমূল ও বিজেপির ক্যাম্প অফিস তুলে দিল রাজ্য পুলিশ। ভোট শুরুর আধঘণ্টা পর খুলে দেওয়া হল দু’দলের পতাকা। দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে ধাক্কা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


বিধায়ককে উদ্দেশ্য করে চোর বিজেপি দূর হঠো স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তুলছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক, পাল্টা দাবি তৃণমূলের।মন্তেশ্বর বিধানসভার মেমারির দেহার গার্লস হাইস্কুলের বুথেভোট প্রক্রিয়ায় দেরি করানোর অভিযোগ, প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে গেলেন বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ।  


আরও পড়ুন, 'শেষ ২ দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী', তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দুর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।