রুমা পাল এবং সত্যজিৎ বৈদ্য, কলকাতা: মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে। ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকছে।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে। EVM কাউন্টিংয়ের জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় ২৫ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার থাকছেন। রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬।
কালই শেষ হয়েছে সপ্তম দফা লোকসভা ভোট। মঙ্গলবার ফল ঘোষণা। তার আগে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ব্যালট বক্সগুলি রাখা হয়েছে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। CC ক্যামেরায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি। গতকাল রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের EVM. জমা পড়েছে পোস্টাল ব্যালটও।
আরও পড়ুন, আজ থেকে ফের জেলায় জেলায় বৃষ্টি, কতদিন পর্যন্ত চলবে?
প্রসঙ্গত, সন্দেশখালি থেকে ভাঙড়, ভোটের শেষ দফায় সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল এই দুই এলাকা।বিরোধীদের ওপর হামলা। হামলা হল ভোটারের ওপরেও। অন্যদিকে, ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট-শেষ দফার ভোটে সবকিছুই দেখল বাংলা। উৎসবের মেজাজে ভোট হচ্ছে চারদিকে, আজ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, সপ্তম দফায় মোট ২ হাজার ৯৮৩টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৭৩টি অভিযোগ জানিয়েছে সিপিএম। বিজেপি করেছে ২৬৭টি অভিযোগ। এবং তৃণমূলের পক্ষ থেকে ১৩টি অভিযোগ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে