মালদা : দেশজুড়ে আগের বারের থেকে ভাল ফলের ইঙ্গিত কংগ্রেসের। রাজ্যে সেঅর্থে দাগ কাটতে না পারলেও, এখনও পর্যন্ত একটি আসনে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী। মালদা দক্ষিণ কেন্দ্রে জয়ী ইশা খান চৌধুরী (Congress Candidate Isha Khan Choudhury)। ১ লক্ষ ১৫ হাজার ভোটে জয়ী হন তিনি। Lok Sabha Election Result 2024


মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন-


বিজেপি - শ্রীরূপা মিত্র চৌধুরী


তৃণমূল কংগ্রেস- শাহনওয়াজ আলি রেহান


কংগ্রেস- ঈশা খান চৌধুরী


রাজ্যে কার্যত সবুজ ঝড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- অমিত শাহরা বারংবার রাজ্যে ভোট প্রচারে এলেও সেঅর্থে ভাল ফল করতে পারল না গেরুয়া শিবির। এমনকী ২০১৯ সালের ফলও তারা ধরে রাখতে পারেনি। অন্তত সেদিকেই এগোচ্ছে বিষয়। অন্যদিকে, বাম-কংগ্রেস জোট করে লড়াই করলেও, কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে তাঁদের জোট। এমনকী বহরমপুরের মতো আসনেও হারতে বসেছেন কংগ্রেসের অধীর চৌধুরী। সেখানে বিশাল ব্যবধানে জয়ের পথে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। একই অবস্থা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেও। এই আসন থেকে এবার কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম ভোটে দাঁড়ান। তিনি জিততে পারেন বলে অনেকেই মত প্রকাশ করেছিলেন। কিন্তু, গণনার প্রায় অন্তিম লগ্নে এসেও সেরকম কোনও আভাস নেই। এই আসনে তৃণমূল প্রার্থী আবু তাহের খান ১ লক্ষ ৭ হাজার ২৩৮ ভোটে এগিয়ে । জঙ্গিপুরে জিতেছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এক সময় কংগ্রেসের অন্যতম গড় বলে পরিচিত মালদার ২টির আসনের মধ্যে মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী ইশা জিতলেও, মালদা উত্তর আসনটি এবারও ধরে রাখার পথে বিজেপি। বিজেপির খগেন মুর্মু এখানে ৮৬ হাজার ৪৫৪ ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ, জয় এখন সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মৌসম নুর। কোতোয়ালি পরিবারে এটাই ছিল তৃণমূলের সবচেয়ে বড় ধাক্কা। ২০১৯ এর নির্বাচনে মালদা উত্তর থেকে মৌসমকে প্রার্থী করেছিল তৃণমূল। অন্যদিকে কোতোয়ালি বাড়ির সদস্য ইশা খান চৌধুরী কংগ্রেসের টিকিটে উত্তর মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট ভাগাভাগিতে পরাজিত হয়েছিলেন দু'জনেই। পদ্ম ফুটেছিল মালদা উত্তরে। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।