উত্তর ২৪ পরগনা: ভোটের দিন (Lok Sabha Election 2024) সন্দেশখালিতে (Sandeshkhali) পুলিশের ওপর হামলার অভিযোগে ৫ বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এক পুলিশ কর্মীর মাথা ফাটে। বিজেপি কর্মীরা এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনায় ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ (5 BJP Worker Arrested )।
সন্দেশখালিতে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৫ BJP কর্মী
গতকালও সন্দেশখালিতে ধরপাকড়ের সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। তাই ভোটের ফল ঘোষণার আগের দিন সন্দেশখালিতে কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। সন্দেশখালির চারটি গ্রাম পঞ্চায়েতের ১৭টি জায়গায় আগামীকাল সকাল ৬টা পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা।
লোকসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র সন্দেশখালি
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রেই বছরের শুরুতে হামলা চলেছিল কেন্দ্রীয় বাহিনী ও সংবাদ মাধ্যমের উপর। যেখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল ভুরিভুরি অভিযোগ। নাম জড়িয়ে, যা নিয়ে চাপ বেড়েছিল শাসকদলের। তবে বহুদিন অধরা থাকার পর শেখ শাহজাহানের গ্রেফতারিতেও সন্দেশখালির অশান্তিতে যবনিকা পড়েনি। বরং ভাইরাল ভিডিও সহ একাধিক ইস্যুতে এখনও উত্তেজনা রয়েছে সন্দেশখালিতে। এনিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে তৃণমূল ও বিজেপি দুই তরফেই।
আরও পড়ুন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, 'শাহ চুপ কেন?', নিশানা TMC-র
ভোটের দিনও প্রতিবাদে নেমেছিল সন্দেশখালির মহিলারা
গত শনিবার ভোটের দিনও প্রতিবাদে নেমেছিল সন্দেশখালির মহিলারা। ভোটের দিন সেখানে গাঁছের গুড়ি ফেলে পথ অবরোধ করা হয়েছিল। জ্বলেছিল আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়েছিল। তবুও সন্দেশখালিতে অশান্তি মাথায় নিয়েই শেষ হয়েছিল অন্তিম দফা। আর এবার ভোটের ফলপ্রকাশের ঠিক আগের দিন পুলিশের হাতে গ্রেফতার বিজেপির ৫ কর্মী।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।