কলকাতা:  চিৎপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। কেন্দ্রীয় বাহিনীর (Centra Force) জওয়ানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ (Molestation Case) উঠতেই এবার তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল (TMC)।


এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রশ্ন তুলেছে তৃণমূল। সেখানে প্রশ্ন তুলে নিশানা করে বলা হয়েছে, 'উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতা। কেন্দ্রীয় শিকারি বাহিনী ক্রমাগত বাংলার মহিলাদের সম্মানহানি করছে। আর দিল্লির প্রভুরা তাঁদের রক্ষাকবচ দিয়ে রেখেছে। সিআরপিএফের নারী বিরোধী কার্যকলাপ নিয়ে অমিত শাহ চুপ কেন?' প্রশ্ন তুলে পোস্ট তৃণমূলের।


ভোটের ডিউটি সেরে ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। চিৎপুর থানার পুলিশ অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর পুলিশ জেলায় লোকসভা ভোটের ডিউটিতে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিরঞ্জন প্রধান। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ মত্ত অবস্থায় পাইকপাড়ায় একটি বাড়িতে ঢুকে দুই বোনের শ্লীলতাহানি করেন ওই জওয়ান। স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। পরে চিৎপুর থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ানকে গ্রেফতার করে। 


আরও পড়ুন, BJP নেতা বুথে ঢুকতেই 'পুলিশি বাধা', বারাসাতের কদম্বগাছিতে পুনর্নির্বাচনের মাঝে উত্তেজনা..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।