রঞ্জিত সাউ, কলকাতা: পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন (Basirhat Lok Sabha Constituency)। এদিকে একের পর এক ঘটনায় বারবার শিরোনামে ফিরছে সন্দেশখালি (Sandeshkhali)। এবারেও ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। 'সন্দেশখালির প্রতিবাদী মুখকে অপহরণের চেষ্টা' অভিযোগে এবার মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Bardhaman Durgapur Candidate Dilip Ghosh)।
এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওখানকার মহিলাদের রাত জাগার কারণ আছে। আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। মহিলা এবং পুরুষ কেউ সুরক্ষিত নন। পুরুষদের পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। মহিলাদের তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। যারা আন্দোলনজীবী, তাঁরা কল্পনা করতে পারবেন না ওখানে ঠিক কীভাবে আন্দোলন হচ্ছে ? ! ওখানকার মহিলাদের লড়াই সারা দুনিয়াকে পথ দেখিয়েছে। তাঁদের আমি প্রণাম জানাই। সিভিল পুলিশের ওপরেও আক্রমণ। কারণ সব সিভিক পুলিশ তৃণমূল নয়। এরপর মমতা অভিষেক বড় বড় কথা বলবে। আর পয়সা দিয়ে ভিডিও বের করে ছড়াবে। ভোটের ফলাফলে সব উত্তর পেয়ে যাবে।'
মূলত সন্দেশখালিতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপরে 'হামলা' অভিযোগ উঠেছে। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 'মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৩ দুষ্কৃতী', সন্দেশখলি থানায় অভিযোগ দায়ের করে দাবি প্রতিবাদীর। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরেই হামলা করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন, গোসাবায় TMC সমর্থকের রহস্যমৃত্যু, অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধেই..
'রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলা চালায় ৩ দুষ্কৃতী', মহিলাকে টেনে নিয়ে গিয়ে মার, অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। নির্যাতনের অভিযোগ তুলতে চাপ, হামলার অভিযোগ মহিলার। চিৎকার শুনে গ্রামবাসীদের তাড়ায় দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে দাবি।'আক্রান্ত' মহিলার বাড়ি গিয়ে কান্নায় ভাঙলেন বিজেপি প্রার্থী।ঘটনাস্থলে পৌঁছেছে সন্দেশখালি থানার পুলিশ। এদিকে 'শেখ শাহজাহানকে নিরীহ প্রমাণ করতে হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডারা,'সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।