অর্ণব মুখোপাধ্যায়, শ্রীরামপুর: শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফের তাঁদের প্রার্থী করেছে তৃণমূল। আর বাম-কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তরুণ মুখ দীপ্সিতা ধর। বিজেপিও চমক দিয়েছে- তারা প্রার্থী করেছে কবীর শঙ্কর বসুকে। এই কবীরশঙ্কর সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই। সেই সম্পর্কের কথা তুলেই এদিন বিজেপির প্রার্থীকে খোঁচা দিলেন কল্য়াণ।
প্রচারের প্রথমপর্ব থেকেই নিজের জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী বহুদিনের আইনজীবী-সাংসদ ও দুঁদে রাজনীতিক কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। এদিনও এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে স্ট্রেট ব্যাটে হাঁকালেন ছক্কা।
বিজেপি প্রার্থীকে সরাসরি তোপ দেগেছেন তিনি। তাঁর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কল্য়াণের তোপ, 'সবজায়গায় একটাই নাম ভাঙাচ্ছে। প্রাক্তন শ্বশুরের নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা কোনও পরিচয় হল? কী আছে শ্রীরামপুরে? রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত? সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত?শ্রীরামপুরে হেরে চলে গিয়েছিল, আবার প্রার্থী হয়েছে।'
তাহলে কি কল্যাণের প্রাক্তন জামাই পরিচয় বলেই টিকিট দিয়েছে বিজেপি? কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের সাফ জবাব, 'ওই জন্যই টিকিট পায়, অন্য কোথাও পাইনি কেন, দেয়নি কেন? কীসের ক্রেডিবিলিটি আছে।' বিজেপি প্রার্থী প্রাক্তন শ্বশুরের নাম ভাঙাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সারা রাজ্যে তৃণমূলের জয়ের ব্য়াপারে আত্মবিশ্বাসী কল্য়াণ বন্দ্য়োপাধ্যায় বলেন, 'মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসে, বিশ্বাস করে। কোনও ঘটনাও কিছু প্রভাব ফেলবে না।' সন্দেশখালির ঘটনাপ্রবাহ নিয়েও মুখ খুলেছেন তিনি। বলেন, 'সন্দেশখালি নিয়ে বিজেপির প্রচারে উল্টো প্রভাব পড়বে। সন্দেশখালিতে বিজেপির পরিকল্পিত চক্রান্ত ফাঁস হয়েছে।'
এর আগে প্রচারপর্বে 'মিস্টার ইন্ডিয়া ও মিস ইউনিভার্স'- বাগযুদ্ধে জড়িয়েছেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ও দীপ্সিতা ধর (Dipsita Dhar)। বাগযুদ্ধে জড়িয়েছেন কবীরশঙ্কর বসু ও কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ও। এদিন কল্যাণ (Kalyan Banerjee) জানান, বিরোধী দলের প্রার্থীরাই প্রথম তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন, সেই কারণেই পাল্টা তিনিও ব্য়ক্তিগত আক্রমণ করেছেন।
বিরোধী দলের প্রার্থী কে হয়েছে, তিনি কাকে নিয়ে এসে প্রচার করবেন তাতে কারও কিছু এসে যায় না বলে মন্তব্য কল্যাণের। তাঁর দাবি, দুই বিরোধী দলের প্রার্থীদের মধ্যে ২ ও ৩ নম্বর স্থান নিয়ে প্রতিযোগিতা হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?