হুগলি: আজ আরামবাগ লোকসভা কেন্দ্রে (Arambag Lok Sabha Constituency ) লোকসভা ভোট (Lok Sabha Election 2024 )। ভোট শুরু হতে না হতেই তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়েই সেখানে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী।  সকাল থেকে জমায়েত করে মহিলা ভোটারদের আটকাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। 


স্থানীয় বিজেপি নেতা বলেন, 'সমস্যাটা হয়েছে, সকাল থেকে তৃণমূলের হার্মাদ বাহিনী বাড়ি বাড়ি যাচ্ছে। মানুষকে ভূল বোঝাচ্ছে।' স্থানীয় বিজেপি নেত্রী বলেন, এখানে একই স্কুলে দুটি বুথ। কাছেই তৃণমূলের অফিস। আমাদের সমস্ত ভোটার, শুধু আমাদের কেন, সমস্ত ভোটার, মহিলাদেরকেও ওরা আটকাচ্ছে। অভিযোগ এখানেই শেষ নয়, ১৫০ মিটারের মধ্যে নেশার সামগ্রীও উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, ১৫৭ নং বুথে ১৫০ মিটারের মধ্যে ওরা (তৃণমূল) স্লিপ নিয়ে বসে আছে।' ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, এসে যা দেখছি, তৃণমূলের হার্মাদ বাহিনী, বিজেপির ভোটারদের শাসাচ্ছে। চমকাচ্ছে। মহিলা ভোটাদেরকেও যেতে দিচ্ছে না।এমনকি বিভিন্ন ধরণের নেশা দ্রবও মিলেছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। 


অপরদিকে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তেমনই এক অভিযুক্তের পিছনে ধাওয়া করেন বিজেপির ওই নেতা-কর্মীরা। শেষ অবধি ক্যামেরার সামনে তাঁকে পাওয়া গেলেও, 'ওসব বাজে অভিযোগ' বলেই উড়িয়ে দিয়েছেন। আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রে নির্বাচন। মোতায়েন করা হয়েছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ভোট। তারই মধ্যে সকাল থেকেই একের পর এক অভিযোগ আসছে। শেষ অবধি পাওয়া খবরে, ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে ৪৭১টি অভিযোগ জমা পড়েছে। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 


আরও পড়ুন, শুরু হল পঞ্চম দফার নির্বাচন, আরামবাগ-সহ একাধিক জায়গায় অশান্তি


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।