উজ্জ্বল মুখোপাধ্যায়, শ্রীরামপুর : ২০ মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে (Sreerampur Lok Sabha Constituency)। তার আগে জমজমাট প্রচারে বেরিয়েছেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। রোড শো চলাকালীন আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে একহাত নিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। 'ভাল রাজনীতিক হওয়ার জন্য আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন', বলে খোঁচা দিলেন দীপ্সিতা।


এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ত্রিমুখী এই লড়াই নিয়ে শেষ মুহূর্তে এসে কী মনে হচ্ছে ? 


এ প্রশ্নের উত্তরে দীপ্সিতা বলেন, শ্রীরামপুর এবার বিশাল সম্ভাবনাময়। শ্রীরামপুরে মানুষ ভীষণভাবে বদল চাইছেন। ১৫ বছরে ধরে তাঁরা যে অপশাসনের মধ্যে ছিলেন, ১৫ বছর ধরে তাঁদের যে না পাওয়া..এসবের সমাধান, উত্তর চান তাঁরা। 


প্রশ্ন : এখানে এত বড় প্রার্থী, এত বড় আইনজীবী আপনার বিরুদ্ধে প্রার্থী । তার পরেও জিতবেন বলছেন ?


দীপ্সিতা ধর : আমি জানি না বড় আইনজীবী...। আসলে মানুষের শিক্ষা-দীক্ষা এগুলো ডিগ্রির ওপর নির্ভর করে না। যে ভাষায় উনি কথা বলেন... আমার সম্পর্কে কী বলেছেন আপনারা সবাই তা শুনেছেন। শুধু বিরোধী প্রার্থী নয়। নিজের দলের বিধায়ক, সাংসদের সঙ্গে যে মানুষটা অমন ব্যবহার করেন তিনি কত বড় রাজনীতিক, কত বড় আইনজীবী এবং সর্বোপরি কত বড় মানুষ তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমার মনে হয়, ভাল রাজনীতিক হওয়ার জন্য আগে ভাল মানুষ হওয়া প্রয়োজন।


প্রশ্ন : কেন মানুষ আপনাকে ভোট দেবে ?


দীপ্সিতা ধর : মানুষ আমাদের ভোট দেবে কারণ মানুষ জানেন আমাদের কেনা যাবে না। আমরা ওঁদের ছেলেমেয়েদের চাকরি বিক্রি করব না। ওঁরা জানেন আমরা দলবদলের মধ্যে দিয়ে রাজনীতি করতে আসিনি। আমরা দিন বদলের জন্য রাজনীতি করতে এসেছি। মানুষ ২০১১ সালের পর থেকে প্রতিদিন আমাদের রাস্তায় দেখেছেন। লড়াইয়ে আন্দোলনে আমার প্রজন্মের ছেলেমেয়েদের কথা, ওঁদের দুঃখ দুর্দশা, ওঁদের লড়াই আন্দোলনে নেতৃত্ব দিতে।


আরও পড়ুন ; '১ লক্ষের বেশি ভোটে হারবেন', কল্যাণের বিরুদ্ধে পোস্টার দিল 'তৃণমূল'?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।