বাঁকুড়া: ২৫ মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোট (Bishnupur Lok Sabha Constituency)। তাঁর আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্রসায়রে শাসকদল ও  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP Leader Suvendu Adhikari)। 


নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার শুভেন্দুর


এদিন তিনি বলেন, 'আপনারা একদম মারপিঠের মধ্যে, গন্ডোগোলের মধ্যে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে মামলা করতে দেবেন না, আমি আপনাদের বলছি। ২৩ তারিখ সন্ধ্যা ৬টার পর থেকে পাত্রসায়র, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার-৯৭৩৩০ ৬৪৫৯৫। যেখানে জমায়েত করবে তোলামূল, এলাকার নাম লিখে টাইপ করে পাঠাবেন।' অভিযোগ থাকলেই, বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম এবং পুলিশ স্টেশনের নাম লিখে হোয়াটসঅ্যাপ করতে বলেছেন বিরোধী দলেনেতা।


নিয়োগ দুর্নীতি


অপরদিকে এদিন তিনি আবারও নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam SSC Hearing) নিয়ে ফের তৃণমূলকে জোর নিশানা করেন। মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, '২১ জুলাইয়ের আগেই কিন্তু ১৬ জুলাই চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি।' পাশাপাশি, '২৬ নয়, '২৪-এই রাজ্যে বিধানসভা ভোট হবে, ফের হুঙ্কার শুভেন্দুর।


আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল : শুভেন্দু


অপরদিকে, লোকসভা ভোটের মধ্য়েই, আবাস যোজনায় বাড়ি তৈরি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সন্দেশখালিতেও এই ফর্ম বিলি করেছে তৃণমূল। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে শাসক দল। শুভেন্দু বলেন,' এখন বলছে ডিসেম্বরে বাড়ি দেব। আবাসে বাড়ি দেব। চুরির লাইসেন্স রিনিউ করছে। আজকে সন্দেশখালিতে গেছিল ভুয়ো ফর্ম নিয়ে, গাছে বেঁধে রেখেছে। আপনাদের কাছে গেলে আপনারাও গাছে বেঁধে রাখবেন।'


আরও পড়ুন, 'EVM ঢোকানো হলেও তালা বন্ধ হয়নি স্ট্রং রুমের', বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থী খগেন মুর্মুর


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।