কলকাতা: বহুদিন ধরেই তিনি রাজনীতির ময়দানে। সেই সুবাদে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এর আগেও চষে বেরিয়েছিলেন তিনি। তখন বিজেপির হয়ে-- বিজেপির হয়ে দাঁড়ানো প্রার্থী তাঁর প্রাক্তন স্বামী (তখন বর্তমান) সৌমিত্র খানের হয়ে প্রচার করেছিলেন তিনি। আদালতের রায়ে গত লোকসভা ভোটে সৌমিত্র খান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ঢুকতে পারেননি। তাঁর হয়ে প্রচার সামলেছিলেন সুজাতা মণ্ডল। তারপর সময় বদলেছে- তাঁদের বিচ্ছেদ হয়েছে। এবার সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী। তিনি মনোনয়ন জমা দিয়েছেন। হলফনামা থেকে কী তথ্য পাওয়া গেল? তাঁর সম্পত্তি কত?


গত পাঁচ বছরে তাঁর আয়:
২০২২-২৩ অর্থবর্ষে ৪৬৩৫৫০ টাকা
২০২১-২২ অর্থবর্ষে ৪৫৯৩০ টাকা
২০২০-২১ অর্থবর্ষে ১৩৩৬৯০ টাকা
২০১৯-২০ অর্থবর্ষে ১১৬৯২০ টাকা
২০১৮-১৯ অর্থবর্ষে ১৯০৯০০ টাকা


হাতে নগদ:   
মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থী কাছে নগদ ছিল ১৮০০০ টাকা।


ব্যাঙ্কে তহবিল:
নির্বাচনী খরচ চালানোর জন্য বড়জোড়া শাখার ব্যাঙ্ক অফ বরোদা-তে অ্যাকাউন্ট রয়েছে। সেখানে ২৫ এপ্রিল পর্যন্ত ছিল ২০০০ টাকা। এছাড়া কলকাতার শোভাবাজার, আরামবাগের স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে বেশ কিছু নগদ রয়েছে।  বড়জোড়ার স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া -তে টার্ম ডিপোজিট রয়েছে ৯ লক্ষ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড়জোড়া শাখায় রয়েছে ৩৫,৯৬৯ টাকা। সেখানেই রয়েছে ৪ লক্ষ টাকার টার্ম ডিপোজিট। এছাড়াও আরও একাধিক টার্ম ডিপোজিট রয়েছে প্রার্থীর। 


মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ:
একাধিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। 


অন্যান্য বিনিয়োগ:
একাধিক বন্ড পেপার, কিষাণ বিকাশ পত্র কেনা রয়েছে। রয়েছে SBI লাইফ ইনস্যুরেন্স। তার আগে মোট ৪ লক্ষ টাকা তাতে বিনিয়োগ ছিল। ২০২১ অর্থবর্ষের পরে সেই বিমা বন্ধ করা হয়েছে।


গাড়ি:
তৃণমূল প্রার্থীর একটি সেকেন্ড হ্যান্ড চারচাকা গাড়ি রয়েছে। একটি স্কুটি রয়েছে। 


সোনা-দানা:
২৫ এপ্রিল পর্যন্ত ৪০০ গ্রাম সোনা রয়েছে তাঁর।


বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের  মোট অস্থাবর সম্পত্তি ৯১,৯৪,৭৫৩.৮২ টাকা। তাঁর নামে কোনও ঋণ নেই.


তাঁর নামে ২টি ফৌজদারি মামলা বিচারাধীন। কোনও মামলায় অভিযুক্ত প্রমাণিত হননি তিনি।


রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: নম্বরের পিছনে ছোটেননি প্রথম অভীক, ধ্যানজ্ঞান বিশ্বব্রহ্মাণ্ড, পড়বেন অ্য়াস্ট্রোফিজিক্স নিয়ে