অর্ণব মুখোপাধ্যায়, বালুরঘাট: দ্বিতীয় দফার ভোটের (Lok Sabha Election 2024) শুরুতেই নির্বাচন নিয়ে কিছু অভিযোগ তুললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ হলেও বালুরঘাট লোকসভা কেন্দ্রের কিছু কিছু এলাকা নিয়ে অভিযোগ করেছেন তিনি।
এবিপি আনন্দের মুখোমুখি হয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এখনও পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে ঠিকই। তবে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে।' তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুরে এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে। তাঁর মাকে শাসানো হয়েছে। পোলিং বুথে বসতে বারণ করে হুমকি দেওয়া হয়েছিল। তবুও সেই হুমকি অগ্রাহ্য করে বিজেপি কর্মী ভোটের কাজ করছেন বলে জানিয়েছেন প্রার্থী। তাঁর দাবি, 'গঙ্গারামপুরে বিজেপি এজেন্টদের আটকানো হচ্ছে'। এছাড়াও তিনি বিশেষ করে অভিযোগ করেছেন নাড়ুই বুথ নিয়ে। স্থানীয় তৃণমূল নেতা গুণ্ডামি করছে বলে অভিযোগ করেছেন তিনি। ইটাহারেও বেশ কিছু এলাকায় সমস্যা হয়েছে বলে অভিযোগ করেছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, 'ইটাহারে কিছু জায়গায় সমস্যা। অনেকে যেতে পারছে না।'
তবে কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে সন্তুষ্ট বিজেপি প্রার্থী। যদিও তিনি জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী অনেক পরে এসেছে। আরও আগে এলে ভাল হতো। এরিয়া ডমিনেশন আরও আগে বলে ভাল হতো বলে তাঁর মত। বেশ কিছু ঘটনা নিয়ে অভিযোগ জানানো হচ্ছে নির্বাচন কমিশনে। সুকান্ত জানিয়েছেন, অবজার্ভারদের অভিযোগ পাঠানো হচ্ছে।
আজ দ্বিতীয় দফায় লোকসভার ভোট। রাজ্য়ের তিন লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত ম
জুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ আরএসপির বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন।
বালুরঘাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা মিলিয়ে মোট ভোটারের সংখ্য়া ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন। শেষ বিধানসভা নির্বাচন থেকে ভোটার বেড়েছে ৩৪ হাজার। এই কেন্দ্রে মোট ভোটপ্রার্থীর সংখ্যা ১৩। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাইকোর্টের রায়ে চাকরিহারা স্বামী-স্ত্রী দুজনেই! আতান্তরে যোগ্য প্রার্থীরা