Apple iPhone 16 Pro Max: ২০২৩ সাল অর্থাৎ গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। সেখানে ছিল প্রো এবং প্রো ম্যাক্স মডেল। সেই আদলেই আইফোন ১৬ সিরিজেও (iPhone 16 Series) প্রো ম্যাক্স মডেল (iPhone 16 Pro Max) থাকবে। যদিও আইফোন ১৬ সিরিজ ভারতে কবে লঞ্চ হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় অ্যাপেলের লঞ্চ ইভেন্ট। সেখানে নতুন আইফোন সিরিজ লঞ্চ করে অ্যাপেল কর্তৃপক্ষ। তাই অনুমান, চলতি বছর ২০২৪ সালেও সেপ্টেম্বর মাসেই হয়তো আইফোন ১৬ সিরিজ লঞ্চ হবে ভারতে এবং গ্লোবাল মার্কেটে। আইফোন ১৬ সিরিজের লঞ্চ হতে পারে বেস মডেল অর্থাৎ আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেল। 


এবছরের সেপ্টেম্বর মাস যত এগিয়ে আসছে আইফোন ১৬ সিরিজের বিভিন্ন ফোন সম্পর্কিত একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে আসছে। যদিও কোনওটিই অ্যাপেল সংস্থা ঘোষণা করেনি। ইতিমধ্যেই যা ট্রেন্ড তা দেখে একটা বিষয় স্পষ্ট যে, এবার সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেল নিয়ে, আইফোন ১৬ সিরিজের টপ-এন্ড মডেল। আইফোন ১৫ সিরিজ এবং অন্যান্য আইফোন সিরিজের দাম দেখে এটা নিশ্চিত যে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম আইফোন ১৬ সিরিজের মধ্যে সবচেয়ে বেশি হবে। 


চলুন একবার দেখে নেওয়া যাক আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে এবং এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে 


ভারতে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনের সম্ভাব্য দাম কত হতে পারে 


আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছিল ১,৫৯,৯০০ টাকায়। এর থেকে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আরও অনেকটাই বেশি হবে। অন্তত ১০ হাজার টাকা তো বেশি হবেই। সেক্ষেত্রে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৬৯,৯০০ টাকা হতে পারে। আবার তার থেকে বেশিও হতে পারে। এখনও সবটাই সম্ভাব্য তথ্য। কারণ অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি। 


আইফোন ১৬ প্রো ম্যাক্স ভারতে কবে লঞ্চ হতে পারে 


গতবছর অর্থাৎ ২০২৩ সালে ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। এই বছর হয়তো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আইফোন ১৬ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। অনুমান করা হচ্ছে, এবছর ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে আইফোন ১৬ প্রো ম্যাক্স, বলা ভাল আইফোন ১৬ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও অ্যাপেল সংস্থা এখনও আইফোন ১৬ সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। 


আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে 



  • এই ফোনে থাকতে পারে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট। 

  • সম্ভবত এটিই প্রথম আইফোন হতে চলেছে যেখানে দেখা যেতে পারে একটি সুপার টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা। এর সাহায্যে অপটিকাল জুম বাড়ানো সম্ভব হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সুপার কিংবা আলট্রা টেলিফটো বলতে সাধারণ ৩০০ মিলিমিটারের বেশি ফোকাল লেংথ যুক্ত ক্যামেরাকে বোঝায়। 

  • আইফোন ১৬ সিরিজের সব ফোনেই থাকতে পারে একটি নতুন ক্যামেরা বেসড ক্যাপচার বাটন। এর সাহায্যে ইউজাররা দ্রুত ছবি কিংবা ভিডিও তুলতে পারবেন। এছাড়াও এই বাটনে জুম বাড়ানো-কমানোর সুবিধাও থাকতে পারে। বাটন ডান-বাঁদিকে সোয়াইপের মাধ্যমে হয়তো এইসব ফিচারের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি বাটনে হাল্কা চাপ দিয়ে সাবজেক্টে ফোকাস করা যেতে পারে। আর একটু জোরে চাপ দিলে রেকর্ডিং করার ফিচার অ্যাক্টিভেট করা যেতে পারে হয়তো। এই ক্যাপচার বাটন থাকতে পারে নীচের ডানদিকে (আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে)। 

  • আকার, আয়তনেও বড় হয়ে লঞ্চ হতে পারে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন। এখানে ৬.৭ ইঞ্চির থেকে ৬.৯ ইঞ্চির মধ্যে ডিসপ্লে থাকতে পারে। যদি এই তথ্য সত্য হয় তাহলে আইফোন ১৬ প্রো ম্যাক্স বিশ্বের সবচেয়ে বড় আইফোন হিসেবে নির্বাচিত হবে। স্যামসাং গ্যালাক্সি আলট্রা মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে। 

  • আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে একটি ৪৬৭৬ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের থেকে তুলনায় যা বেশি। 


আরও পড়ুন- ১০ মিনিট চার্জ দিলে ইয়ারয়াবডস চলবে প্রায় ২ ঘণ্টা, দাম ১৫০০ টাকারও কম, কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।