নয়াদিল্লি: ১০০% ভিভিপ্যাট স্লিপ (VVPAT) মিলিয়ে দেখার আর্জি খারিজ। ভিভিপ্যাট নিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । প্রত্যেক ইভিএমের (EVM) সঙ্গে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ। লোকসভা ভোটের মধ্যেই রায় দিল সুপ্রিম কোর্ট। তবে ভবিষ্যতে ভিভিপ্যাট স্লিপে বার কোড ব্যবহারের পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত। কমিশনকে সিম্বল লোডিং ইউনিটও সিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।


কেন এমন আর্জি জমা পড়েছিল দেশের শীর্ষ আদালতে ? ভিভিপ্যাট-র কাজ কী ?


উল্লেখ্য, ইভিএমএ পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার দাবি জানিয়ে একাধিক আর্জি জমা পড়েছিল দেশের শীর্ষ আদালতে। এর মধ্যে ছিল বিরোধী দলগুলির আর্জিও। ভোট প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে কিনা, এই প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে জমা পড়েছিল ১০০ এরও উপরে আর্জি। মূলত ইভিএমএ ভোট দেওয়ার পর সেই ভোট ঠিক জায়গায় পড়ে কিনা, মূলত এই কাজেই দক্ষ ভিভিপ্যাট। 


মূলত সুপ্রিম কোর্টের কাছে কী দাবি জানানো হয়েছিল ?


ভোট দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রার্থী নাম সহ একটি কাগজ বেরিয়ে আসে। এবং সেগুলি জমা করা হয়। এযাবৎকাল অবধি নিয়ম ছিল  ইভিএম- এর সঙ্গে ভিভিপ্যাটের কাগজের হিসেব মিলিয়ে দেখার, প্রতিটি এলাকায় যেকোনও ৫ টি বুথ থেকে। এই জায়গাতেই বদলতে আনতে দাবি জানানো হয়। মূলত বিরোধীদের দাবি ছিল প্রতি এলাকায় ৫ টা নয়, প্রতিটি বুথেই ইভিএম-র ভোটের সঙ্গে কাগজ মিলিয়ে দেখতে হবে। কিন্তু কেন এমন দাবি ? মূলত তাঁদের দাবি, অনেকক্ষেত্রেই হিসেবের গরমিল হয়। যদিও এই মামলায় ১০০% ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল এবার দেশের শীর্ষ আদালত। 


সতেরো সালেও আর্জি খারিজ


 প্রসঙ্গত, এর আগেও এমন আবদেন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সতেরো সালেও এমন একটি ঘটনা ঘটেছিল। সেবার গুজরাতে ২৫ শতাংশ ভোট ভিভিপ্যাট মেশিনের সঙ্গে মিলিয়ে দেখার আবেদন জানিয়েছিল কংগ্রেস। যদিও সেবার কংগ্রেসের ওই আবেদন খারিজ করেছিল দেশের শীর্ষ আদালত।


আরও পড়ুন, বালুরঘাটে মহিলা BJP কর্মীকে সপাটে চড় কষালেন মহিলা TMC কর্মী


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)