দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট (Balurghat Lok Sabha Constituency) শহরে মহিলা বিজেপি কর্মীকে সপাটে চড় কষালেন মহিলা তৃণমূল কর্মী। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, ভোট দিতে আসা বিজেপি কর্মী (BJP) রাখি শীলকে চড় মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী রুবিতা মহন্ত।


যদিও ওই মহিলা তৃণমূল কর্মী, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি জানিয়েছেন, চড় মারিনি, ধাক্কা মেরেছি, সুকান্ত মজুমদার আসায় ভিড় জমে যায়। সাধারণ ভোটারদের অসুবিধা হচ্ছিল। তাই প্রতিবাদ করি। সেটার ভিডিও করছিলেন মহিলা বিজেপি কর্মী। মূলত এদিন ভোট শুরুর পরপরই এদিন সকাল থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে। এর মধ্যে বারবার নাম উঠে আসছে বালুরঘাটের।


এই কেন্দ্রের তপনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। দেখতে গেলে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে উত্তেজনা, বাধাদানের অভিযোগ। গো ব্যাক স্লোগান তৃণমূলের। পাশাপাশি ভোট চলাকালীন বুথের সামনে জমায়েত। ভোটারদের নিয়ে নকল ইভিএম দিয়ে মক পোল করার অভিযোগ ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় বাহিনী এসে সরিয়ে দেয় শাসক বিধায়ককে।


লোকসভা ভোটের মাঝেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটনা এদিন প্রকাশ্যে আসে। বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বুধবার থেকে নিখোঁজ ছিলেন গোড়ামহল গ্রামের বাসিন্দা ২২ বছরের দীনবন্ধু মিদ্যা।গতকাল ময়না থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এরপর গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে পানের বরোজের ওই বিজেপি কর্মীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ২৫ মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। 


প্রসঙ্গত, প্রথম দফার ভোটের দিনেও যথেষ্ট পরিমাণে অশান্তি ছড়িয়েছিল কোচবিহারে। বলা ভাল ভোটের আগেই থেকেই চরম অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। হিংসার আগুন লাগানো হয়েছিল পার্টির কার্যালয়ে। ভুক্তভোগী শাসক ও বিরোধী দু তরফেই। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। ধস্তাধস্তার খবর এলেও, চড় মারার মতো কোনও খবর আসেনি সাম্প্রতিককালে। তবে প্রেক্ষাপট আলাদা হলেও র‍্যাফের সামনেই বিজেপি কর্মীকে কষিয়ে চড়র অভিযোগ আগেও উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। ঘটনাস্থল ছিল ভূপতিনগর। 


 


আরও পড়ুন, প্রথম ২ ঘণ্টায় দার্জিলিং ও রায়গঞ্জে ভোটদানের হার ১৬ শতাংশ, বালুরঘাটে কত ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।