বিটন চক্রবর্তী, সন্দীপ সরকার এবং শিবাশিস মৌলিক, কলকাতা:
চাকরি যাওয়ার ভয়? নির্বাচন কমিশন (EC) সরিয়ে দেবে, সেই ভয়? দিল্লি চলে যান। রাজ্য়ের পুলিশ-প্রশাসনের একাংশকে কার্যত এই ভাষায় নিশানা করলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। যাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করছেন, সেই সব পুলিশদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পাল্টা মন্তব্য় করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।


উনি বুঝেছেন পুলিশকে ক্য়াডারে পরিণত না করলে জেতা যাবে না : শুভেন্দু


মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'কীসের ভয়, চাকরি যাবে? নির্বাচন কমিশন সরিয়ে দেবে? তো দু'মাস বাদে কী করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর না হলে নিশীথের বাড়ি চলে যান। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'ওঁর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে পুলিশদের ওপর থেকে। কিছু পুলিশ নির্বাচন কমিশনের জন্য নিরপেক্ষভাবে কাজ করছে। ভয় দেখাচ্ছে। উনি বুঝেছেন পুলিশকে ক্য়াডারে পরিণত না করলে জেতা যাবে না। এটা হুমকি। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ব্য়ান করা।' মূলত শুক্রবার কোচবিহারের দিনহাটায়, তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার হয়ে নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।আর সেই মঞ্চ থেকেই পুলিশ-প্রশাসনের উদ্দেশ্য়ে একাধিক মন্তব্য় করেন মুখ্য়মন্ত্রী।  


'কীসের ভয়, চাকরি যাবে? নির্বাচন কমিশন সরিয়ে দেবে? মমতা


মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,' একটা নেতা কেমন হয়? যে সহজ সরল থাকে। আরেকটা নেতা কেমন হয়? যে ১০টা পুলিশ নিয়ে, ২০টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি দুঃখিত যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে।আপনাদের আইনশৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে যদি আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্য়া হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলব না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলব ঠান্ডা মাথায়, সব পুলিশ খারাপ নয়। তিন-চার জন, বাকি সবাই মনোযোগ দিয়ে কাজ করে নিজের মতো করে তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্য়ালুট জানাই। আর যে তিন-চারটে নাম আমার কাছে আছে, আমি কেন সবাই জানে।'


আরও পড়ুন, বনগাঁ-জঙ্গিপুরে সম্ভাব্য জয়ী কারা ? কাঁথি-উলুবেড়িয়া-যাদবপুরে এগিয়ে কে ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।