কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Lok Sabha Poll 2024)। গুনে গুনে আর মাত্র কদিন বাকি। ঠিক ৭ দিন পরেই অর্থাৎ পরের সপ্তাহান্তেই নিজের মতামত জানানো শুরু করবে সকলে। সম্ভাব্য জয়ী হবে কে ? কেইবা থাকবে পিছিয়ে ? এনিয়ে জল্পনার বেড়েই চলেছে। ঠিক এহেন মুহূর্তেই সামনে এসেছে সি ভোটারের সমীক্ষা। মূলত এরাজ্যের ভোটারদের উপরে সমীক্ষা চালিয়েছিল এবিপি সি ভোটার। এই সমীক্ষা চলেছে গত ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ১ লক্ষ ১১ হাজার ২৫৬ জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ABP C voter West Bengal Opinion Poll অনুযায়ী, বনগাঁ, জঙ্গিপুর, কাঁথি, উলুবেড়িয়া,যাদবপুর, কোথায় কোন দল সম্ভাব্য জয়ী, চলুন দেখে নেওয়া যাক।
বনগাঁ লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্রে ২০ মে পঞ্চম দফায় ভোট। এখানে প্রার্থীর ভাগ্য গড়ে দিতে বড় ভূমিকা থাকবে মতুয়া ভোটের।
তৃণমূল প্রার্থী : বিশ্বজিৎ দাস
বিজেপি প্রার্থী : শান্তনু ঠাকুর
জোট প্রার্থী : কংগ্রেস নেতা প্রদীপ বিশ্বাস
সম্ভাব্য জয়ী : বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্রে ৭ মে তৃতীয় দফা ভোট।
তৃণমূল প্রার্থী : খলিলুর রহমান
বিজেপি প্রার্থী: ধনঞ্জয় ঘোষ
জোট প্রার্থী : কংগ্রেস নেতা মোর্তুজা হোসেন
সম্ভাব্য জয়ী : তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
কাঁথি লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্রে ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। অধিকারী গড় হিসেবেই পরিচিত এই এলাকা। তবে লোকসভা ভোটের পরে তা কি অটুট থাকবে ? কী বলছে ABP C voter ভোটার সমীক্ষা ?
তৃণমূল প্রার্থী : উত্তম বারিক
বিজেপি প্রার্থী : সৌমেন্দু অধিকারী
জোট প্রার্থী : ? (এখানে বাম-কংগ্রেস প্রার্থীর বা জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।)
সম্ভাব্য জয়ী : বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্রে ২০ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ। একসময় পরপর জয় এনেছিলেন সুলতানা আহমেদ। তার প্রয়াণে এবার দাঁড়িয়েছে ওই কেন্দ্রে তাঁর স্ত্রী সাজদা আহমেদ। এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে ? কী বলছে ABP C voter ভোটার সমীক্ষা ?
তৃণমূল প্রার্থী : সাজদা আহমেদ
বিজেপি প্রার্থী: অরুণউদয় পাল চৌধুরী
জোট প্রার্থী : কংগ্রেস নেতা আজহার মল্লিক
সম্ভাব্য জয়ী : তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ
যাদবপুর লোকসভা কেন্দ্র
এই লোকসভা কেন্দ্রে ১ জুন সপ্তম দফায় ভোটগ্রহণ। বলাইবাহুল্য এটি হেভিওয়েট কেন্দ্র। বিরল কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম, যেখানে প্রার্থীদের মধ্যে খুব ভোটের ব্যবধান দেখতে পাওয়া যায়। কে এগিয়ে থাকবে বা সম্ভাব্য জয়ী কে ? কী বলছে ABP C voter ভোটার সমীক্ষা ?
তৃণমূল প্রার্থী : সায়নী ঘোষ
বিজেপি প্রার্থী : অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জোট প্রার্থী : বামদের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য
জোর টক্কর। ৩ শতাংশ ভোট স্য়ুইং হলেই ফল পাল্টে যেতে পারে।
সম্ভাব্য জয়ী- তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
লোকসভা ভোট হোক বা বিধানসভা, কিংবা পঞ্চায়েতের লড়াই। ভোটের ফল বেরনোর আগে, ওপিনিয়ন পোলের মাধ্যমে বিভিন্ন সমীক্ষক সংস্থা ভোটারদের মন বোঝার একটা চেষ্টা প্রতিবারই করে। তারা সমীক্ষার যে তথ্য় আমাদের হাতে তুলে দেয়, সেটাই পুঙ্খানপুঙ্খভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরি। কখনও এই ওপিনিয়ন পোল আসল রেজাল্টের সঙ্গে মিলে যায়, আবার বহুক্ষেত্রে, বলা যেতে পারে অধিকাংশ ক্ষেত্রেই তা মেলেও না। আর তাই এটাকেই প্রকৃত ফলাফল ধরে এগোনোর কোনও অর্থ নেই। বলাইবাহুল্য, এই সমীক্ষার সঙ্গে এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন, বালুরঘাট থেকে ডায়মন্ড হারবার, কে এগিয়ে, পিছিয়েই বা কে? কী বলছে সি ভোটারের সমীক্ষা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।