কলকাতা: ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ফেসবুক পেজ (Facebook Page Hacked)। অনুরাগীর ভিডিও পোস্ট দেখে সতর্ক অভিনেত্রী। এক্স (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন সেই কথা। তবে এখনও তাঁর পেজ স্বাভাবিক হয়নি বলেই মনে করা হচ্ছে। 


ফের হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ


গত বছরের মে মাসের ঘটনার এক বছর কাটার আগেই পুনরাবৃত্তি। আবার হ্যাক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক পেজ। শনিবার সকালের দিকে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিনেত্রী। এক অনুরাগী স্ক্রিনরেকর্ড করে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে লেখা, 'নমস্কার রুক্মিণী মৈত্র, কী গণ্ডগোল? তোমার ফেসবুক আইডি চেক করো... সকাল থেকে কিছু আজব পোস্ট আসছে... এটা কি তুমিই পোস্ট করছ নাকি সিরিয়াস কিছু চলছে দেখো প্লিজ...।'


 






এই পোস্ট রিট্যুইট করে অভিনেত্রী লেখেন, 'সকলকে নমস্কার। এক্ষুণি আমার নজরে আনা হল যে আমার ফেসবুক অ্যাকাউন্ট সম্ভবত হ্যাক হয়েছে, আমার টিম এই মুহূর্তে বিষয়টি খতিয়ে দেখছে। ধন্যবাদ।' এদিন সন্ধ্যায় তাঁর ফেসবুক পেজ খুললেও দেখা যায় একই অবস্থা। কিছু পোস্ট একেবারেই দেখা যাচ্ছে না। বাকি পোস্টে 'ডার্ক ওয়েব কোডিং'-এর মতো কিছু ভিডিও চলছে। অর্থাৎ সম্ভবত এখনও পেজ হ্যাকারদের জাল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক ১০ দিন আগে, একই ঘটনা ঘটে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পেজেও। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে। আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। যদি কোনও অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান, এবং জানুন যে সেটি আমি করিনি।'


গত বছরেও একই কাণ্ড


২০২৩ সালের ২৩ মে, একই কাণ্ড ঘটে। সেবারও নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন পর্দার বিনোদিনী। লেখেন, 'নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না, আমি আবার না জানানো পর্যন্ত।'


আরও পড়ুন: Akshay Kumar: অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থায় চাকরির নামে প্রতারণা, মুম্বই থেকে গ্রেফতার ১


উল্লেখ্য, অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি। ফের সেই পেজ থেকে বিশেষ ধরনের ও অযাচিত পোস্ট হতে থাকায় আন্দাজ করে নেওয়া হয় যে পেজ হ্যাক হয়েছে। গত বছর এই ঘটনা ঘটার দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর ইউটিউব চ্যানেল। এক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎই এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত ভিডিও পোস্ট হতে থাকে। এদিকে চ্যানেলের কভার ছবি ও প্রোফাইল ছবি সবই প্রযোজনা সংস্থার। সেই সময় সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় চ্যানেলটি হ্যাক হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।