সুনীত হালদার, হাওড়া: ময়দান কাঁপানো ফুটবলার ছিলেন তিনি। তাঁর পায়ে বল থাকলে সমঝে চলতেন বিরোধী দলের ফুটবলাররা। সেই ময়দান থেকে অনেকদিন আগেই ভোটের ময়দানে নেমেছেন তিনি। সেখানেও জিতেছেন। আবার ভোট-ময়দানে পরীক্ষায় ফুটবলার-রাজনীতিবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Prasun Banerjee)।


ফুটবল জীবনে ১৮ বছর মোহনবাগান ক্লাব এবং দুই বছর মহামেডান ক্লাবে খেলেছেন। অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের নেতৃত্বও দিয়েছেন। এছাড়াও তিনবার এশিয়ান গেমসে এবং একাধিক আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে খেলেছেন। ফুটবলে তাঁর অবদানের জন্য তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ই রবিবার দুপুরে পায়ে ফুটবল নিয়ে অভিনব প্রচার করলেন। ফুটবলের সঙ্গে মিশে গেল ভোটের প্রচার (Lok Sabha Poll Campaign)। 


রবিবার দুপুরে লিলুয়ায় স্থানীয় একটি ক্লাবে ফুটবল প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়ে নিজেকে আর সামলাতে পারলেন না। ফিরে গেলেন পুরনো জীবনে। ফের পায়ে বল নিয়ে নেমে পড়লেন ময়দান কাঁপানো ফুটবলার। ভোটের প্রচারে যেন ফিরে এল  অতীতে সোনালি দিন। প্রথম শটে গোল না হলেও দ্বিতীয় শটে গোল হল। দলের প্রার্থীকে এমন মুডে দেখে খুশি দলীয় সমর্থকরাও।


অতীতের সোনালী দিনগুলোর কথা মনে আসতেই তিনি মাঠে বল নিয়ে নেমে পড়লেন। প্রথম শটে না হলেও দ্বিতীয় শটে গোল। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর অভিনব এই প্রচারে আপ্লুত দলীয় কর্মীরা। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফুটবল তাঁর জীবন। এখনও ভাল লাগে মাঠে নামতে।' গত লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) জেতার পর থেকে তিনি হাওড়াতেই থাকছেন। তাঁর দাবি, 'হাওড়ার মানুষ আমাকে ভালবাসেন। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষ ঘিরে ধরছেন। তাঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ভোটে জিতুক।' পুরনোদের পাশাপাশি নতুন ভোটারদের মধ্যেও তিনি সাড়া ফেলতে পেরেছেন বলে মনে করছেন। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'কেন্দ্রীয় বাহিনী এত আগে না এসে কুড়ি দিন বাদে আসতে পারতো। হাওড়াতে কোনও গন্ডগোল নেই। এত তাড়াতাড়ি আসার কি দরকার? তবে যখন এসেছে তাতে অসুবিধা নেই। মানুষ তাদের ভোট দেবেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।