কোচবিহার: ভোট শুরুর ৫ ঘণ্টা পর ভোট দিতে বেরোলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Cooch Behar BJP Candidate Nisith Pramanik)। আর বেরিয়েই সোজা তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha)। নিশীথ বলেন, 'সকাল থেকে বিভিন্ন বুথে সমস্যা হচ্ছিল। উদয়ন বাবু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গুন্ডামি করছেন। তৃণমূল বুঝে গিয়েছে হেরে যাবে, তাই ভয় পেয়েছে।'


 এদিন নিশীথ বলেন, 'প্রথমত বলব , আমার কর্মীদের খোঁজ খবর নিতে হয়েছে। বিভিন্ন বুথে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা যতটা সম্ভব মেটানোর চেষ্টা করে, এখন আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে যাবো। দেখুন আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি, যে তৃণমূল কংগ্রেস, বুঝে গিয়েছে যে হেরে যাবে। এবং এই ভয় থেকেই আজকে এই ধরণের যে গুন্ডামি , মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা, বা আমাদের পোলিং এজেন্টকে বুথে বাধা দেওয়ার ঘটনাগুলি ঘটছে। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তৃণমূল কংগ্রেস যতোই চেষ্টা করুক না কেন, সাধারণ নাগরিক বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাবে।'


এরপর উদয়ন গুহর প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, 'উদয়ন গুহ যেখানেই যাচ্ছেন, প্রভাবিত করার চেষ্টা করছেন। গুন্ডামি করার চেষ্টা করছেন। তবে বলব, গণতন্ত্রের এই উৎসব মানুষকে সঠিকভাবে উদযাপন করতে দেওয়া উচিত আমাদের। জনতা জনার্দন আমাদের জন্য ভগবান। তারা যে রায় দেবে আমরা নিশ্চিতভাবে সেটা মেনে নেব।' 


আরও পড়ুন, অশান্তি থেকে ছাড় পেল না প্রথম দফার ভোট, জায়গায় জায়গায় আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল শাসকদল


যদিও এদিন হাসপাতালে আক্রান্ত দলীয় কর্মীকে দেখে ফিরে উদয়ন গুহ বলেন,' ওই যে আবেদন করেছে, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। এই সব বলে, নিজেরা পরিকল্পিতভাবে গুন্ডামি করছে।' তবে উদয়নের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনও। তিনি বলেন, 'নিজেরা নিজেরা মারামারি করে, বিজেপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। পুরোটাই পরিকল্পনা। '


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।