উলুবেড়িয়া : অশান্তি ঠেকানো গেল না পঞ্চম দফাতেও। উলুবেড়িয়া কেন্দ্রের বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়াল। এদিন পুলিশের সামনেই বুথের বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী (Uluberia Congress Candidate) আজহার মল্লিক (Azhar Mallick)। কানপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াদহ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ নম্বর বুথের ঘটনা। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, সকাল থেকে বারবার বুথ বের করে দেওয়া হচ্ছে তাঁর এজেন্টকে। বুথে গেলে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কংগ্রেস প্রার্থীর সঙ্গে হাতাহাতি বেধে যায়। নিজেকে বাঁচাতে বুথের মধ্যে আশ্রয় নেন কংগ্রেস প্রার্থী। Lok Sabha Election 2024


কংগ্রেস প্রার্থী বলেন, "সকালে আমার এজেন্টকে বের করে দিয়েছিল। তার পরে আবার এসে ঢোকালাম। আবার বের করে দিল। এজেন্টের চশমাটা পর্যন্ত খুলে দিয়েছে।" 


যদিও তৃণমূলের বক্তব্য, "উনি মিথ্যা অভিযোগ করছেন। এখানে একদম পরিষ্কার ভোট হচ্ছে। ওঁদের এজেন্ট নেই। এজেন্টরা চলে গেছেন। এখানে ভোটার নেই। সেই হিসাবে কোনও রকমে ভোট চাইছে।"


এদিকে উলুবেড়িয়া লোকসভার আমতার দেবগ্রামে বিজেপির বুথ সভাপতিকে না পেয়ে, ভোটের আগের রাতে তাঁর ভাইপোকে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। আহত বিজেপি কর্মী প্রবীর রঙকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রবীরের কাকা অর্জুন রং বিজেপির বুথ সভাপতি। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।

উলুবেড়িয়া হাইস্কুলে ভোট দিতে গিয়ে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন উলুবেড়িয়া লোকসভার বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরী। ২২১ নম্বর বুথে EVM খারাপ থাকায় বিপত্তি, দ্রুত পৌঁছে যান সেক্টর অফিসার, জানায় নির্বাচন কমিশন। 'আমাকে আটকে রাখার চেষ্টা', ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী। বুথের বাইরে লম্বা লাইন, অসন্তুষ্ট ভোটাররাও।


অশান্তি হাওড়াতেও-


পঞ্চম দফার ভোটে রক্ত ঝরল হাওড়াতেও। তৃণমূল বনাম বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহেরা নিল উনসানি। বালির শান্তিরাম স্কুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ঘিরে বিক্ষোভ ছড়ায়। সালকিয়ার অরবিন্দ রোডে বহুতলের গেটে তালা আটকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। লিলুয়া ডন বস্কো স্কুলের সামনে আবাসনে বোমাবাজির অভিযোগ ওঠে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।