জলঙ্গি: 'পশ্চিমবঙ্গে (Ranjath Singh On Sandeshkhali) এবার বিজেপির পতাকা উড়তে দিন। আশ্বস্ত করছি, এমন কেউ জন্মায়নি যে সন্দেশখালির মতো ঘটনা আর ঘটাতে পারবে', জলঙ্গির জনসভায় তীব্র আক্রমণাত্মক কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর মতে, 'সন্দেশখালির মতো ঘটনা মানবতার লজ্জা। আজ সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত।' সংযোজন, 'এখানে ইডি-সিবিআই তদন্তের জন্য এলে তাঁদের উপর আক্রমণ হয়। আইনশৃঙ্খলা বলে এখানে কোনও কিছুই অবশিষ্ট নেই।'


কী বললেন রাজনাথ?
'শুধু ভারত নয়, গোটা বিশ্বে যাঁরা সন্দেশখালির ঘটনার শুনেছেন...এটার জন্য গোটা মানবতা লজ্জিত।' একদিকে সন্দেশখালি অন্যদিকে দুর্নীতি, দুই অস্ত্রে সমান্তরাল ভাবে তৃণমূল-সরকারকে এদিন বিঁধেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথের কটাক্ষ, 'কখনও সখনও মনে হয় এঁরা তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেস?' তাঁর অভিযোগ, 'আপনি শুধু নামেই মমতা। আপনার স্বভাব ও আচরণ থেকে মমতা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছে বলে মনে করি।' এর পর কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে কেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা বঞ্চিত, সে ব্যাখ্যাও দেন তিনি। বলেন, 'তৃণমূল সরকারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির চালু একাধিক প্রকল্পের সুবিধা আপনারা ন্যায়সঙ্গত ভাবে পাচ্ছেন না।'
কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে বিজেপি সরকারকে সমালোচনার রাস্তা নিয়েছে তৃণমূল। তাদের দাবি, একাধিক প্রকল্পে বরাদ্দ অর্থ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও কেন্দ্রের বক্তব্য, রাজ্য সঠিক ভাবে খরচের খতিয়ান দেয়নি। তা ছাড়া দুর্নীতির ভুরি ভুরি অভিযোগও রয়েছে। এদিন সবটাই উঠে এসে রাজনাথের জলঙ্গির সভায়। 


আর যা...
রাজনাথের আক্রমণ, 'মমতাদিদি খাদি পরেন, তার আড়ালে লুঠ করেন। বাংলায় সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আবাস যোজনাতেও বাংলা ব্যাপক দুর্নীতি হয়েছে...কেন্দ্র উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, খরচ করছে না রাজ্য।' তবে এদিন সন্দেশখালির নিয়ে যে ভাবে প্রচারে সরব হন তিনি, তা অনেকেরই নজর কেড়েছে। গত ১৬ এপ্রিল রায়গঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও উঠে আসে সন্দেশখালির কথা। বলেছিলেন ,'তৃণমূল প্রকাশ্যে অত্যাচার করেছে। সন্দেশখালি গুণ্ডা-মাফিয়ারা মহিলাদের ওপর অত্যাচার করেছে, অত্যাচারের অনুমতি কে দিয়েছে ? সন্দেশখালির অত্যাচারিতদের সাহায্য করতে চাইলেও বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই অপরাধের সাজা পেতে হবে তৃণমূল কংগ্রেসকে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন:ঘুরে ঘুরে বলা হবে 'নির্যাতনের' ঘটনা, বোলপুরের বিজেপি প্রার্থীর প্রচারে সন্দেশখালির ১২ বাসিন্দা