কলকাতা: নতুন জীবন শুরু করেছেন তাঁরা। দীর্ঘ প্রেম, একে অপরের পাশাপাশি থাকা অবশেষে পেল আইনি পরিণতি। শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। অভিনেতা পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গোটা বিয়েতেই রূপাঞ্জনার কাছে কাছে থেকেছেন ছেলে রিয়ান।
রূপাঞ্জনার দ্বিতীয় বিয়ে এটি। এর আগে ভিন্ন ধর্মে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা, তবে সেই সম্পর্ক টেঁকেনি। কে ছিলেন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র লাবণ্যর প্রথম স্বামী? জানা যায়, রূপাঞ্জনার প্রথম স্বামীর নাম ছিল রেজ়াউল হক। প্রেম করেই তাঁকে বিয়ে করেছিলেন রূপাঞ্জনা। সেই বিয়েতে নাকি মত ছিল না বাড়ির কারও। কিন্তু ২০০৭ সালে রেজ়াউলের সঙ্গেই বিয়ে করে সংসার পাতেন রূপাঞ্জনা।
একসময়ে ইন্ডাস্ট্রিতে নজরকাড়া ছিল রেজ়াউল রূপাঞ্জনার সম্পর্ক। অভিনেত্রী বলতেন, স্বামীই তাঁর শক্তি। তবে দীর্ঘস্থায়ী হয়নি রূপাঞ্জনা ও রেজ়াউলের সম্পর্ক ও বিবাহ। রূপাঞ্জনা অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই রেজ়াউলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। বিয়ের পরে অবশ্য ধর্ম পরিবর্তন করেননি রূপাঞ্জনা, মেনে চলতেন হিন্দু ধর্মের সমস্ত রীতিনীতিই। অবশেষে, ১০ বছর পরে, ২০২৭ সালে রূপাঞ্জনা ও রেজ়াউলের আইনি বিচ্ছেদ হয়ে যায়।
এরপরে, ছেলে রিয়ানকে একাই বড় করছিলেন রূপাঞ্জনা। তবে স্বামীর সঙ্গে সমস্যা, তারপরে বিচ্ছেদ, ছেলের জন্ম.. সবসময়েই রূপাঞ্জনা পাশে পেয়েছিলেন রাতুলকে। কাজের সূত্রেই তাঁদের আলাপ। প্রকৃত বন্ধুর মতোই রূপাঞ্জনার কঠিন সময়ে পাশে থেকেছিলেন রাতুল। ক্রমে গাঢ় সেই বন্ধুত্ব। গড়ায় প্রেমে। বয়স কখনও বাধা হয়নি রাতুল রূপাঞ্জনার সম্পর্কে। রাতুল অভিনেত্রীর থেকে ৬ বছরের ছোট হলেও দায়িত্বশীলতায় পিছিয়ে থাকেননি কখনও।
দীর্ঘ প্রেম, পাশাপাশি থাকার পরে তাঁদের বিয়ের সিদ্ধান্ত। রূপাঞ্জনা-পুত্র রিয়ানের সঙ্গেও রাতুলের ভীষণ ভাল সম্পর্ক। রূপাঞ্জনা বারে বারেই বলেছেন, রিয়ানের মতামত তাঁর ও রাতুলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর তাই, রূপাঞ্জনা গোটা বিয়েতেই কাছে রেখেছিলেন ছেলে রিয়ানকে। রাতুল ও রূপাঞ্জনার সঙ্গে রং মিলিয়ে পোশাকও পরেছিল ছোট্ট রিয়ান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।