কলকাতা: অশান্তি মাথায় নিয়েই শেষ হল ষষ্ঠ দফার ভোট (Lok Sabha Election 2024 )। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ ছিল মোট ৮ কেন্দ্রে নির্বাচন। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৮ শতাংশ। 


কোন কেন্দ্রে কেমন ভোট পড়ল ? দেখুন একনজরে


তমলুক: ভোটদানের হার ৭৯.৭৯ শতাংশ
কাঁথি: ভোটদানের হার ৭৫.৬৬ শতাংশ
ঘাটাল: ভোটদানের হার ৭৮.৯২ শতাংশ
ঝাড়গ্রাম: ভোটদানের হার ৭৯.৬৮ শতাংশ
মেদিনীপুর: ভোটদানের হার ৭৭.৫৭ শতাংশ
পুরুলিয়া: ভোটদানের হার ৭৪.০৯ শতাংশ
বাঁকুড়া: ভোটদানের হার ৭৬.৭৯ শতাংশ
বিষ্ণুপুর: ভোটদানের হার ৮১.৪৭ শতাংশ


ষষ্ঠ দফার ভোটের শেষ লগ্নে দক্ষিণ কাঁথিতে তুলকালাম।  ৮২ নম্বর বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ, হঠাতে যেতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। লাঠিচার্জের অভিযোগ তুলে সেন্ট্রাল ফোর্সকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। অন্যদিকে ৮৩ নম্বর বুথ জ্যামের অভিযোগ পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কাঁথির বিজেপি প্রার্থী বুথে যেতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা আঙুল উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় সৌমেন্দুকে । দক্ষিণ কাঁথিতে উত্তেজনার খবর করতে গেলে আক্রান্ত হতে হয় সংবাদমাধ্যমকে। CN-এর গাড়িতে পাথরবৃষ্টি, ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।


ঝাড়গ্রাম লোকসভার গড়বেতার মোগলাপোতায় ধুন্ধুমার। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এবিপি আনন্দর গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। এবিপি আনন্দর গাড়িতে এলাকা ছাড়েন দুই CISF জওয়ান। গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান প্রণত টুডু।


বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। নিরাপত্তা রক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি বিজেপি প্রার্থীর। তাণ্ডবের পর বেশ কিছুক্ষণ পর ওই গ্রামে যায় QRT। গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় কমিশন। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ CEO-র। 


আরও পড়ুন, পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানি মণ্ডলকে আমরা মানি না : মমতা বন্দ্যোপাধ্যায়


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।