কলকাতা: ২০ মে হুগলিতে ভোটগ্রহণ (Lok Sabha Election)। তার আগে জমে উঠেছে প্রচারঅভিযান। তৃণমূল (TMC) থেকে বিজেপি (BJP) সব দলই ব্যস্ত প্রচারে। আজ হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) হয়ে প্রচার করলেন ঘাটালের (Ghatal) তৃণমূল প্রার্থী দেব। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়ায় রোড শো করলেন দেব। দেবের চিন্তাধারা খুব পজিটিভ, ও সবসময় ভাল পরামর্শই দেয়। মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়ের।      


পাণ্ডুয়াতে এদিন প্রচারে যান দেব। একই রোড শো-তে দেব ও রচনা দুই তারকাপ্রার্থীকে দেখতে ছিল জনজোয়ার। সামনাসামনি দুই 'হেভিওয়েট' প্রার্থীকে দেখতে ভিড় ছিল চোখ পড়ার মতোই। দেবকে প্রচারে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন রচনাও। এদিন হুগলির তৃণমূল প্রার্থী বলেন, 'প্রচুর মানুষ দেবকে ভালবাসেন। ও আসায় সকলেই খুব উচ্ছ্বসিত। দেব থাকায় এটা বাড়তি অ্যাডভান্টেজ। ও অনেক সময়ই টিপস দেয়। বলে মন থেকে কথা বলে। ও আসলে নিজে খুব ভাল মানুষ। খুব পজিটিভ থাকে।'


রচনার প্রচারে এসে খুশি দেবও। ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, 'এই উল্লাস দেখেই বোঝা যাচ্ছে এবারের রায় কোনদিকে যাচ্ছে। অন্ধরাই দেখতে পাবে না শুধু। প্রার্থী ও দল, এখানের নেতানেত্রীদের প্রতি মানুষের বিশ্বাস বোঝা যাচ্ছে। রচনার প্রতি ভালবাসা জানাচ্ছেন তাঁকে।'                                                 


এদিকে, বৃহস্পতিবার এবিপি আনন্দে এসে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা জানিয়েছিলেন দেব। যা নিয়ে তীব্র আক্রমণ শানান কুণাল ঘোষ। তিনি বলেন, 'যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করে ঘুরে ঘুরে কুৎসা করছেন। তাঁর সঙ্গে দেবরা সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবেন এটা হতে পারে না কখনও। আমি এর তীব্র বিরোধিতা করছি।' 


এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে কী বলেছিলেন দেব? 


"আমি দিদি ও দিদি, গদ্দার এগুলো বলার বিরোধী। গদ্দার বলার বিরোধী আরও একবার বলেছে সেটাও দিতে হবে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও, সৌজন্য়-সম্পর্কের পক্ষে এইরকম অংশও দিতে হবে। ভাল করে দিতে হবে। বড় করে দিতে হবে"। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে