Bank Holiday List: ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে, ২০২৪-২৫ নতুন অর্থবর্ষ শুরু হয়েছে সদ্য। এপ্রিল মাস সেই অর্থবর্ষের প্রথম মাস। আর কিছুদিনের মধ্যেই এপ্রিল শেষ হয়ে যাবে। মে মাসে ব্যাঙ্কে যদি আপনার কোনও জরুরি কাজ থেকে থাকে, তাহলে আগে থেকে জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে মে মাসে। রিজার্ভ ব্যাঙ্ক আগে থেকেই মে মাসের সম্পূর্ণ ছুটির তালিকা (Bank Holiday) প্রকাশ করেছে। দেখে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোনও ব্যাঙ্কিং পরিষেবা মিলবে না। আগে থেকে জানা থাকলে পরিকল্পনা করতে সুবিধে হয় মানুষের। ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হয় না।


মে মাসে কতদিন ছুটি ব্যাঙ্ককর্মীদের


২০২৪ সালের মে মাসে প্রচুর ছুটি আছে ব্যাঙ্ককর্মীদের। লোকসভা নির্বাচন চলছে, তাঁর জন্য কিছু কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম। তাছাড়া মহারাষ্ট্র দিবস, অক্ষয় তৃতীয়া, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি মিলিয়ে মে মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday), এমনটাই জানা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায়। এর মধ্যে ধরা আছে শনি ও রবিবারের ছুটির হিসেবও।


মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক


১ মে ২০২৪ -   মহারাষ্ট্র দিবস এবং এইদিনে সারা বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, হায়দরাবাদ, কোচি, মুম্বই এবং নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


৫ মে ২০২৪ -   এই দিন রবিবার পড়েছে। তাই বন্ধ থাকবে ব্যাঙ্ক।


৭ মে ২০২৪-    লোকসভা নির্বাচনের কারণে এদিন আমেদাবাদ, ভোপাল, পঞ্জি, রায়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


৮ মে ২০২৪-   রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতা শহরে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।


১০ মে ২০২৪- এইদিনে পড়েছে অক্ষয় তৃতীয়া। তাই ছুটি থাকবে ব্যাঙ্ক।


১১ মে ২০২৪-   মে মাসের দ্বিতীয় শনিবার ১১ মে, তাই এদিন ব্যাঙ্কে কাজ হবে না। বন্ধ থাকবে ব্যাঙ্ক।


১২ মে ২০২৪- রবিবার হওয়ায় এটি ব্যাঙ্কের স্বাভাবিক ছুটির দিন।


১৩ মে ২০২৪- লোকসভা নির্বাচনের জন্য এদিন শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।


১৬ মে ২০২৪- রাজ্যদিবস উপক্ষ্যে এই বিশেষ দিনে বন্ধ থাকবে গ্যাংটকের ব্যাঙ্কগুলি।


১৯ মে ২০২৪- এদিন রবিবার পরেছে। তাই ছুটি ব্যাঙ্কে।


২০ মে ২০২৪- লোকসভা নির্বাচনের কারণে বেলাপুর, মুম্বইতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২৩ মে ২০২৪- বুদ্ধ পূর্ণিমার জন্য আগরতলা, আইজল, বেলারপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।


২৫ মে ২০২৪- এদিন মাসের চতুর্থ শনিবার। সাধারণ ছুটির দিন ব্যাঙ্কে।


২৬ মে ২০২৪- রবিবার পড়েছে এদিন, ফলে ব্যাঙ্কর্মীদের ছুটি থাকছে।


আরও পড়ুন: Multibagger Stock: বিপুল মুনাফা ! এক বছরে ২০০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্মলক্যাপ স্টক