শীতলকুচি: শীতলকুচিতে (Shitalkuchi) ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ। অভিযোগ হাঁসুয়ার কোপ দেওয়া হয় বিজেপি কর্মীর মাথায় ও হাতে। ঘটনায় অভিযোগে তির তৃণমূলের দিকে। আতঙ্কে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়লেন আহত বিজেপি কর্মী। 


হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীকে: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে বাংলার ৩ কেন্দ্রে ভোট। আর অশান্তির এপিসেন্টার হয়ে উঠেছে কোচবিহার। শীতলকুচিতে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজেপির কর্মীর মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ দেওয়া হয়। আহত বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য ৪০-৫০ জন সদস্য নিয়ে আমাকে মারতে গিয়েছিল। বিজেপি করি বলে বলছে পালা। বাঁচতে হবে তো! কোন রাজ্যে আছি! কোন দেশে আছি! অল্পের জন্য বাঁচলাম নতুন জীবন ফিরে পেলাম। 


 



ওই এলাকার গোসেরহাট বড় ধাপের ছত্র জুনিয়র হাইস্কুলের বুথের কাছেই দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। অভিযোগ, ভোট দিতে গেলে বাড়িছাড়া করা হবে, কেটে নেওয়া হবে হাত-পা, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নতুন ভোটাররা। বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ভোট দিতে যাওয়ার সাহস করতে পারছেন না। অভিযোগ, অনেকেই ভোট দিতে পারছে না । আসতে পারছে না। বলছে ভোট দিতে গেলে পা হাত কেটে নেব। এমনকী প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। 


 ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শিরোনামে উঠে এসেছিল শীতলকুচির নাম। লোকসভা ভোটেও এড়ানো গেল না অশান্তি। শীতলকুচির পারা ধাপেরছত্র ৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ২০১ নম্বর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। শীতলকুচির গেদুপুর হরিসভা প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ নম্বর বুথে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। দুই ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মদতে ভোটারদের ভয় দেখানো এবং রিগিংয়ের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুথের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল। পুলিশের কাছে শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী কিছুই করছে না, উল্টে বিজেপিকে রিগিংয়ে সাহায্য করছে। অভিযোগ ওড়াল বিজেপি। ছোট শালবাড়ি গ্রামের ভিতরে অন্য ছবি। সেখানে ক্যামেরায় ধরা পড়ল ভোটারদের আটকাচ্ছেন তৃণমূল কর্মীরা। ওরা বিজেপি কর্মী, বারবার ভোট দিতে আসছে, তাই আটকানো হয়েছে, সাফাই তৃণমূলের।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: সকাল ৯টা পর্যন্ত কোথায় কত ভোট? কী জানাল কমিশন?