# অশান্তি শুরুর ৪ ঘণ্টা পর চোপড়ায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, অবশেষে ভোটের লাইনে দাঁড়ালেন ভোটাররা।
# ইসলামপুরে মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর।
# পুরুলিয়ার আড়শায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের।
# ধূপগুড়িতে তৃণমূল সমর্থকের বাড়ির খড়ের গাদায় আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
# দার্জিলিংয়ে সকাল ৯টা পর্যন্ত ১৬.১৪ শতাংশ ভোট, জলপাইগুড়িতে ১৬.৮৪ শতাংশ ভোট, রায়গঞ্জে সকাল ৯টা পর্যন্ত ১৭.৪ শতাংশ ভোট
# চোপড়ায় ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।
# মালবাজারের কুমলাই গ্রামে ১৬৫ নম্বর বুথে বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর, আগুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
# ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
# গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে বাধা, খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দের ২ প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ ও স্বপন মজুমদার, বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মার, পার্থপ্রতিমের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরা।
নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। সব মিলিয়ে ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৫টি কেন্দ্রে ভোট চলছে। এ রাজ্যে ভোট হচ্ছে তিনটি আসনে- দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়িতে।
তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রে আজ ভোট হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। স্থানীয় ডিএমকে প্রার্থীর কাছ থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ত্রিপুরাতেও একটি আসনে ভোট হওয়ার কথা ছিল কিন্তু তা ২৩ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আইন শৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে এ কথা জানিয়েছে কমিশন।
এ রাজ্য ছাড়াও আজ ভোট হচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, অসম, পন্ডিচেরী, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর ও মণিপুরে। তামিলনাড়ুতে ভোট হচ্ছে ৩৮টি আসনে, কর্নাটকে ১৪টি আসনে। মহারাষ্ট্রে ভোট হচ্ছে ১০টি আসনে, উত্তর প্রদেশে ৮টি আসনে। এছাড়া বিহার ও ওড়িশার ৫টি কেন্দ্রে ভোট চলছে। ছত্তিশগড়ে ভোট চলছে ৩টি কেন্দ্রে। অসমের ৫টি কেন্দ্র, জম্মু কাশ্মীরের ২টি, মণিপুর ও পন্ডিচেরীর ১টি করে আসনে ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।
সব মিলিয়ে আজ ভোটাধিকার প্রয়োগ করছেন ১৫.৭৯ কোটি ভোটার।
এবারের লোকসভা ভোট হচ্ছে ৭টি দফায়। শুরু হয়েছে ১১ তারিখ থেকে, চলবে ১৯ মে পর্যন্ত। ভোটগণনা ২৩ মে। আজকের পর ভোট হবে ২৩, ২৯ এপ্রিল, ৬, ১২ ও ১৯ মে-তে।
LIVE: পুরুলিয়ার আড়শায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির
ABP Ananda, Web Desk
Updated at:
18 Apr 2019 07:19 AM (IST)
চলছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। ১২টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৫টি কেন্দ্রে ভোট চলছে। এ রাজ্যে ভোট হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়িতে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -