আমেঠি: দাড়িপাল্লায় লাড্ডুর সঙ্গে ওজন হবে নেত্রীর! এক পাল্লায় তোলা হবে প্রিয়ঙ্কা গাঁধী বঢড়াকে, অন্য পাল্লায় থাকবে লাড্ডু। সেইমতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলীয় কর্মীর আবদার ফেরালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমেঠির দীর্ঘ দিনের কংগ্রেস কর্মী ফতেহ বাহাদুরের ইচ্ছে পূরণ হল না। কারণ, এমন কিছুতে সায় নেই প্রিয়ঙ্কার। উল্টে কর্মীকেই দাড়িপাল্লায় তুলে লাড্ডু দিয়ে ওজন করালেন তিনি।


সাধ মেটেনি বলে কিছুটা হতাশ হলেও প্রিয়ঙ্কার কথায় উদ্বুদ্ধ হয়েছেন বাহাদুর। তিনি নেত্রীকে কথা দিয়েছেন, কেবল লোকসভা ভোটেই নয়, ২০২২-এ উত্তর প্রদেশের নির্বাচন পর্যন্ত জানপ্রাণ লড়িয়ে দলের হয়ে কাজ করবেন।

উল্লেখ্য, কংগ্রেস কর্মী ফতেহ বাহাদুরের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। ভোট ভিক্ষার্থীর সময় নষ্ট করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। জেলা শাসক রাম মনোহর মিশ্র জানিয়েছেন, ওই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী নাদিম আশরাফ সহ ১৫ জন কংগ্রেস কর্মী। প্রিয়ঙ্কা গাঁধীকে স্বাগত জানাতে গভীর তার পর্যন্ত আমেঠির দরগায় হনুমান মন্দিরে দাড়িয়ে ছিলেন তাঁরা।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে তিন দিনের জন্য প্রচারে এসেছেন প্রিয়ঙ্কা। দ্বিতীয় দিনে তিনি প্রচার সারলেন দাদা রাহুলের লোকসভা কেন্দ্র আমেঠিতে। শুক্রবার তাঁর অযোধ্যা যাওয়ার কথা রয়েছে।