কলকাতা:  বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে (Bardhaman Durgapur  Constituency) এবার তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হয়েছেন  বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ( Bardhaman Durgapur BJP Candidate Dilip Ghosh)। মূলত চলতি লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকায় একাধিক চমকের মধ্যে অন্যতম ছিল এই কেন্দ্র। বিজেপির প্রার্থী তালিকার প্রথম দফায়, এই কেন্দ্রের নাম না এলেও, বরাবরের পুরোনো কেন্দ্র যে বদলে যাবে, তা ভাবেননি হয়তো অনেকেই। স্বাভাবিকভাবেই  এই কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। মেদিনীপুর ও  বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র, দুটি কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি। দায়ী কে ?  ইতিমধ্যেই এই ইস্যুতে কাঁটাছেড়া চলছে। ঠিক এমনই মুহূর্তে দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দিলীপ ঘোষ। মোক্ষম প্রশ্ন এবার তাঁর, বললেন 'অগ্নিমিত্রা জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন?' 


'হাতের তালুর মতো চেনা জায়গায় জেতা অনেক সহজ ছিল'


এদিন সাতসকালে স্বরূপনগরে মাছ ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর, দিলীপ বলেন,  
'ওল্ড ইজ গোল্ড, রাজনীতিতে পুরনো লোকেদের ভুললে চলবে না। অজানা জায়গায় এক দেড়মাসের মধ্যে ভোটে জেতা সম্ভব নয়, সেটা জানতাম। যাঁরা আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ঠিক করেননি। হাতের তালুর মতো চেনা জায়গায় জেতা অনেক সহজ ছিল।'


'অগ্নিমিত্রা জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন? '


অগ্নিমিত্রা পালকেও নিশানা মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। দিলীপের প্রশ্ন, 'অগ্নিমিত্রা (Midnapore BJP Candidate Agnimitra Paul) জানলেন কী করে, কে আসন বদলের সিদ্ধান্ত নিয়েছেন? প্রতি বছর ভোটার বাড়ে, তুলনা করা মূর্খামি। তুলনা করে পিঠ বাঁচানো যায়, পার্টি বাঁচানো যায় না। সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক বদলের উপরেও মানুষ আস্থা রাখতে পারেনি। নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। পার্টির নেতা বানানো যায়, জনগণের নেতা বানানো যায় না। যাঁরা আমরা-ওঁরা করেন, তাঁরা বিজেপির কেউ না। অর্জুন সিংহকে দলে ফেরানো ঠিক হয়েছে কিনা, মানুষ বলবে।'


আরও পড়ুন, আমার হারের জন্য দলের একাংশ দায়ী : ভোটে হার নিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের TMC প্রার্থী সুজাতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।