Dixon Tech Share Price: ১০ হাজার টাকা ছাড়িয়েছে ডিক্সন টেক (Dixon Technologies) সংস্থার শেয়ারের দাম। ৭ জুন শুক্রবার অর্থাৎ গতকালই এই শেয়ার তাঁর ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতায় (Multibagger Stock) পৌঁছে গিয়েছে। আর সেই দিনে এই স্টকের দাম (Best Stock to Buy) বেড়েছে ৩ শতাংশ। এক থেকে তিন বছরের মেয়াদে বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে এই স্টক। দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন। উপভোক্তা ইলেকট্রনিক এই ফার্মটি ভারতে চালু করেছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের নেতৃত্ব দিয়েছে।
২০২৪-এর শুরুতে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই সংস্থার মুনাফা হয়েছিল ৯৭.৩ কোটি টাকা। গত বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার একই ত্রৈমাসিকে মুনাফার অঙ্ক ছিল ৮০.৬২ কোটি টাকা। অপারেশন থেকে আসা কনসলিডেটেড রেভিনিউ (Multibagger Stock) ছিল ৪৬৫৭.৯৭ কোটি টাকা যা আগের বছর একই ত্রৈমাসিকে ছিল ৩০৬৫.৪৫ কোটি টাকা। অর্থাৎ এই রেভিনিউ ৫১.৯৭ শতাংশ বেড়ে গিয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার (Best Stock to Buy) EBITDA যেখানে ছিল ১৫৬ কোটি টাকা, সেখানে তা ২০২৩-২৪ অর্থবর্ষে ১৭.৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ কোটি টাকা। ২০২৪ সালে এর মাঝেই ডিক্সন টেকের বোর্ড ৫ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারে ২ টাকা হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।
শুক্রবার ডিক্সন টেকনোলজিসের শেয়ারের দাম ৯৯৫০ টাকায় খোলে এবং ৩ শতাংশ বেড়ে থামে ১০,০৮৫ টাকায়। দেখা গিয়েছে এই বছরের শুরু থেকে ডিক্সন টেকনোলজিসের শেয়ারের দাম বেড়েছে ৫০ শতাংশ। বিগত এক বছরে নিফটি ৫০ এবং সেনসেক্স সূচককে (Best Stock to Buy) ছাপিয়ে গিয়েছে এই সংস্থার রিটার্ন। আর বিগত এক মাসে এই স্টকে এসেছে ১৮.৬৭ শতাংশ রিটার্ন। আর বিগত এক বছরের কথা দেখলে এই স্টক থেকেই বিনিয়োগকারীরা পেয়েছেন ১৫৮.৫১ শতাংশ রিটার্ন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Rahul Gandhi Stocks: মোদির জয়ে পকেট ভরল রাহুলের ! ৩ দিনেই লাখ টাকার মুনাফা