কলকাতা: বাংলায় সবুজ ঝড়ে ধরাশায়ী হল পদ্ম। বুথফেরত সমীক্ষাকে উল্টে দিয়ে বাংলায় মমতা-অভিষেক ম্যাজিক। ২০১৯ এর রায়কে দূরে সরিয়ে আরও বেশি আসনে জিতে এল তৃণমূল। আর উল্টোদিকে জেতা আসন খুইয়ে টার্গেটের অর্ধেকও পৌঁছতে পারল না বিজেপি।
উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি। ২০১৯ সাল- তারপর ২০২১ সালে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় ভাল আসন পেয়েছিল বিজেপি। কিন্তু উত্তরবঙ্গেও এবার ঘর বাঁচাতে পারল না বিজেপি। হারতে হয়েছে কোচবিহারে। যেখানে বিজেপির প্রার্থী ছিল বিদায়ী সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আগের ভোটে জঙ্গলমহলে ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু এবার সেখানে কার্যত বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। চব্বিশের লোকসভার ফলে, শাল-কেন্দুর বেশিরভাগ জেলাই হল সবুজ।
২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলের ৪ জেলার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টিতেই লিড ছিল বিজেপির। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ৪০ আসনের মধ্যে তৃণমূল ২৪টিতে আর বিজেপি ১৬টি আসনে জেতে। একুশের বিধানসভা, তেইশের পঞ্চায়েতে বিজেপির খারাপ ফলের ধারা বজায় থাকল চব্বিশেও। একমাত্র পুরুলিয়া রক্ষা করতে পারলে বিজেপি। কিন্তু ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুরে হারতে হল বিজেপিকে।
উত্তরবঙ্গের মাটি একসময় বামেদের দুর্জয় ঘাঁটি ছিল। তারপরে পট পরিবর্তন হয়েছে- কখনও তৃণমূলের হাতে এসেছে এই মাটি। কিন্তু, ২০১৯-এর লোকসভা ভোটের পরে ধীরে ধীরে শক্তি বাড়াতে শুরু করে বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গের ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টিই বিজেপির দখলে যায়। মালদা দক্ষিণ কেন্দ্রে শুধু জয়ী হয় কংগ্রেস।
২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে জমি কিছুটা ফেরায় তৃণমূল। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতে ব্যাপক ফল করে বিজেপি। উল্টোদিকে, উত্তর দিনাজপুর ও মালদার ২ কেন্দ্রে তুলনামূলকভাবে ভাল ফল করে তৃণমূল। তবে, পঞ্চায়েত ভোটে গেরুয়া শিবির পুরনো সাফল্য় ধরে রাখতে ব্য়র্থ হয়। এবার সেই উত্তরবঙ্গেও থাবা বসাল তৃণমূল।
বিজেপির হেভিওয়েট প্রার্থী নিশীথ প্রামাণিককে হারালেন তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়া। শুধুমাত্র ২০১৯-এ জেতা একাধিক কেন্দ্রই যে বিজেপির হাতছাড়া হয়েছে তাই নয়, এই ভোটে বিজেপির একের পর এক ইন্দ্র-পতনও দেখল বঙ্গবাসী। কোনওরকমে চতুর্থবারের জন্য মোদি সরকার দিল্লিতে টিকে গেলেও, বাংলায় হেরে গেলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ব্যারাকপুরের 'বাহুবলী' অর্জুন সিং, হুগলির লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সুরিন্দর সিং অহলুওয়ালিকে, দেবশ্রী চৌধুরী। হারলেন ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়।
গ্রাফিক্স আউট
২০১৪ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হলেও, বাংলায় বিজেপির আসন সংখ্যা ছিল ২। আর ২০১৯ সালে দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি, তখন সেই সংখ্যাটাই এক লাফে ১৮-তে পৌঁছে যায়। এর জন্য অনেকে কৃতিত্ব দিয়েছিলেন যাকে,সেই দিলীপ ঘোষকে এবার হারতে হল তৃণমূলের কীর্তি আজাদের কাছে। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষের জেতা কেন্দ্র মেদিনীপুরও হারাল বিজেপি। ২০১৯ সালে জেতা ১৮ আসনের যে ভিতের উপর দাঁড়িয়ে ৩৫ আসনের স্বপ্ন দেখছিল বিজেপি, সেই ভিতই যে ভিতরে ভিতরে নড়বড়ে হয়ে গেছে, সেটাই এতদিন ঠাউর করতে পারেনি গেরুয়া শিবির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে শেয়ার বাজারে বিপুল ধস