উত্তরবঙ্গ: কোচবিহারে (Cooch Behar) বিজেপি চালিত পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল তৃণমূল (TMC)। তুফানগঞ্জ বিধানসভার ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে তালা তৃণমূলের। লোকসভা ভোটে জয়ের পর বিজেপির পঞ্চায়েতে তালা লাগিয়ে দিল তৃণমূল। তুফানগঞ্জ থানার (Tufanganj) পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
অপরদিকে, কোচবিহারে আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্যের মধ্যে প্রধান সহ ৫ জন যোগ দিলেন তৃণমূলে। ভয় দেখিয়ে যোগদান, অভিযোগ বিজেপির।প্রসঙ্গত, কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজয়ের পর নিশীথ প্রমাণিকের গড়ে বিজেপিতে ভাঙন দেখা গিয়েছে। দলবদলের ফলে দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।
ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পর ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য়ও তৃণমূলে যোগ দিলেন। তাদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্য়ের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়।
দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য় সংখ্য়া বেড়ে দাঁড়াল ১০। গতকালই ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্য়রা তৃণমূলে যোগ দেন। জোর করে ভয় দেখিয়ে যোগদান করানো হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন কোচবিহারের বিজেপি সভাপতি সুকুমার রায়।
আরও পড়ুন, ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তরবঙ্গের এই জেলাগুলিতে..
তবে শুধুই এবার নয়, এমন ছবি আগেও বহুবার এসেছে। রাজ্যের জেলায় জেলায় শাসক ও বিরোধী দুতরফেই দল অদল-বদলের ঘটনা দেখা গিয়েছে। একুশের বিধানসভা ভোটের আগে যেমন দেখা গিয়েছিল তৃণমূলে ভাঙন। আবার তৃতীয়বার সরকার গঠনের পর, বিজেপি ছেড়ে দলে দলে কর্মীরা ঘাসফুলে যোগ দিয়েছিলেন। দল বদলের উদাহরণে রয়েছেন হেভিওয়েটরাও। ২০১৯-এর লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে, বিজেপিতে চলে গেছিলেন অর্জুন সিংহ। বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হন। আবার চব্বিশের ভোটের আগে, তৃণমূলের তরফে টিকিট না পেয়ে, ফের পদ্মে ঘরওয়াপসি করেন ব্যারাকপুরের সাংসদ। বিজেপির টিকিটে ব্য়ারাকপুর থেকেই প্রার্থী হন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।