কলকাতা: লোকসভা ভোটে (Lok Sabha Election Result 2024) কলকাতা উত্তরে (Kolkata Uttar Constituency) জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে অটো-বাইক নিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের। যদিও এটা মানতে নারাজ মেয়র ফিরহাদ হাকিম।
ডিজে বাজিয়ে মিছিল তৃণমূল কংগ্রেসের, খেলা হবে স্লোগান। পরপর তিনটি বহুতলে কয়েকশো বাইক ও অটো নিয়ে মিছিল। সান সিটি, মার্লিন, নর্দার্ন হাইট বহুতলে বৃহস্পতিবার বিকেলে মিছিল। যদিও একথা মানতে নারাজ কলকাতার মেয়র (Firhad Hakim)। ফিরহাদ হাকিম স্পষ্ট বলেছেন, 'এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।' তিনি স্পষ্ট জানিয়েছেন, আগেও এমন দৃশ্য দেখা যেত। এখনও যাচ্ছে। তবে তাই বলে এর সঙ্গে কোনও তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই।
অপরদিকে, আতঙ্কের ছবি শহরের আরও এক আবাসনে। চক্রবেড়িয়া রোডে ইন্দ্রপ্রস্থ আবাসনে আচমকা বাইরে থেকে হামলার ঘটনা ঘটেছে। বাইকে এসে আবাসনের ভিতর ছোড়া হয় পরপর কাচের বোতল বলে অভিযোগ। রাত একটার সময় বাইকে তিনজন এসে কাচের বোতল ছোড়ে বলে অভিযোগ। বাসনের মেন গেট বন্ধ থাকলেও বাইরে থেকে ছোড়া হয় বোতল। ঘটনার সময় পালিয়ে যায় নিরাপত্তারক্ষী, চরম আতঙ্কে বাসিন্দারা, মুখ খুলতে নারাজ।
আরও পড়ুন, ২০ নম্বর ওয়ার্ডে সুদীপের লিড মাত্র ২১৭, মেয়রের কাছে পদত্যাগপত্র পাঠালেন TMC কাউন্সিলর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।