মেদিনীপুর:  জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া (TMC Candidate June Mailah)। এই কেন্দ্রে বিজেপির তরফে টিকিট পেয়েছিলেন অগ্নিমিত্রা। গণনার সকাল থেকে লড়াই শুরু হলেও শেষ অবধি জয় এল জুন মালিয়ার। ২৭ হাজারেরও বেশি ভোটে জিতলেন তিনি।


রাজ্যের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র মেদিনীপুর। এই কেন্দ্রে ২০০৯ সালেই শেষবার বামেরা দখল বসিয়েছিল। দীর্ঘদিনের বামেদের এই ঘাঁটি শেষঅবধি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলরে দখলে চলে যায়। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ফোঁটে পদ্ম। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির তরফে ভোটযুদ্ধে নেমেছেন অগ্নিমিত্রা পাল। তিনি কি পারবেন দিলীপ ঘোষের জয়ী এই আসনকে অব্যহত রাখতে ? গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। তবে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়াই।


নির্বাচনী উত্তেজনার পারদ যত চড়ে, ততই যেন বয়ে যায় কু-কথার স্রোত। সঙ্গে যোগ হয় হুমকি, হুঁশিয়ারি। কিন্তু ভোটবাজারে সেই গড্ডলিকা প্রবাহে ভেসে যাননি তাঁরা। একে অপরকে সম্মান জানিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন দুই পুরনো বন্ধু। বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল, আর তৃণমূলের জুন মালিয়া।গত ৬ মে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থীা। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছিলেন নিজের সম্পত্তির হিসেব।


হলফনামা অনুযায়ী, ২২-২৩ আর্থিক বছরে জুন আয় করেছেন ১৩ লক্ষ ২৩ হাজার ৩৫০ টাকা। জুনের স্বামী সৌরভ আয় করেছেন, ২৫ লক্ষ ৯৯ হাজার ১৭০ টাকা। মনোনয়ন পেশের সময় তৃণমূল প্রার্থীর হাতে নগদ ছিল ২২ হাজার ৫৩৫ টাকা। স্বামীর হাতে ২৭ হাজার ৯৫৪ টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃণমূল প্রার্থীর জমা আছে ৪০ লক্ষ ৯৯ হাজার ৪৮৫ টাকা৷ স্বামীর ব্যাঙ্ক ব্যালেন্স ৪ লক্ষ ২৫ হাজার ৮০৩ টাকা।


আরও পড়ুন, তমলুক কেন্দ্র থেকে জয়ী BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়


 জুনের নামে শেয়ার আছে ১১ লক্ষ ৯ হাজার ৯৭০ টাকার। মোটা অঙ্কের শেয়ার ও মিউচুয়াল ফান্ড আছে স্বামীরও।এছাড়াও বিশাল অঙ্কের জীবনবিমা ও PPF-এ সঞ্চয় আছে দম্পতির। জুন মালিয়ার স্বামীর নামে আছে ১টি গাড়ি। বর্তমান দাম ৩৮ লক্ষ ৫৬ হাজার ৯৮০ টাকা। ৬০ গ্রাম সোনা আছে জুনের। মূল্য ৩ লক্ষ ৬০ হাজার ৬৮৫ টাকা।সব মিলিয়ে জুনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ ৪২ হাজার ৬৭৫ টাকা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।