নিউ ইয়র্ক: গোটা ক্রিকেট কেরিয়ারে রয়েছে একাধিক হীরে জহরত। ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন। তবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের স্বাদ কখনও পাননি বিরাট কোহলি (Virat Kohli)। একবার ফাইনালে উঠেও পরাজয় হজম করতে হয়েছে। এবার কি টি-২০ বিশ্বকাপ ট্রফি না পাওয়ার আক্ষেপ মিটবে কোহলির?


টি-২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। তবে ভারতের অভিযান শুরু হচ্ছে বুধবার। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সেই ম্যাচের আগে প্র্যাক্টিসে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। নেটে ৪০ মিনিট ব্যাট করলেন কিংগ কোহলি। আর সেই সময়ে তাঁর ব্যাটে আগ্রাসী শটের ঝড়। চার-ছক্কা মেরে বিধ্বংসী ফর্মের ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট। বুধবার মাঠেও যে তিনি বোলারদের আতঙ্ক হয়ে উঠতে পারেন, ভালি বোঝালেন বিরাট।


একটা সময় টি-২০ বিশ্বকাপের দলে বিরাটকে রাখা হবে কি না, তা নিয়েও ছিল জল্পনা। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর অনেকেই দাবি তুলেছিলেন যে, কোহলিকে টি-২০ বিশ্বকাপের দলে না রাখা উচিত। সময় হয়েছে সামনের দিকে তাকানোর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে কোহলিকে না খেলিয়ে নতুন মুখকে সুযোগ দেওয়া


সদ্যসমাপ্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দৌড় প্লে অফে থমকে গিয়েছিল। রাজস্থান রয়্যালসের কাছে হেরে গিয়ে এলিমিনেটর থেকে বিদায় নিয়েছিল আরসিবি। তবে ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন কোহলি। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। জিতে নিয়েছিলেন অরেঞ্জ ক্যাপ। তারপর থেকে কোহলিকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রত্যাশা।


 






বুধবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে কোহলির ফর্ম স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। মঙ্গলবার ভারতের প্র্যাক্টিসের একটি ভিডিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পোস্ট করা হয়েছে। সেখানে কোহলিকে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে। নেটে ৪০ মিনিট ব্যাটিং করেছেন কিংগ কোহলি। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের পেস হোক বা যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবদের স্পিন, সব ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সাবলীল দেখিয়েছে কোহলিকে।


টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে নেটে কোহলির ব্যাটের আগুন ভরসা দেবে ভারতীয় দলকে। প্রতিপক্ষ বোলাররা কি দুশ্চিন্তায় পড়ে গেলেন?


আরও পড়ুন: ও খুব ভাল বিকল্প... ভারতীয় কোচের দৌড়ে থাকা কার হয়ে ব্যাট ধরলেন সৌরভ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।