মুম্বই: আজ সপরিবারে ভোট দিলেন ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। দুপুর একটা নাগাদ বান্দ্রার একটি বুথে যান সচিন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন ও মেয়ে সারা। এই প্রথম ভোট দিলেন সারা ও অর্জুন।



আজ দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। কয়েকদিন আগে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান সচিন। তিনি আরও জানান, অর্জুন ও সারার প্রথম ভোট হওয়ায় এবারের নির্বাচন তাঁর কাছে অন্যরকম।