দুটি ছবি টুইটারে পোস্ট করেছেন ফারাহ। একটি ভোটের পর ও অন্যটি কালি মুছে যাওয়ার পর। তাঁর দাবি, সহজেই আঙুল থেকে এই কালি মুছে ফেলেছেন তিনি। নির্বাচন কমিশনকে ট্যাগ করে ফারাহের টুইট
টুইটারে তাঁর এই ছবি নিয়ে প্রশ্ন উঠলে তিনি আবার লেখেন, তাঁর ফোনে তোলা প্রতিটি ছবিতে সময় ও তারিখ পরিষ্কার দেখা যাচ্ছে। যাঁদের দাবি তিনি মিথ্যে কথা বলছেন, তাঁরা তা প্রমাণ করুন।
এরপরেও প্রশ্ন অবশ্য থামেনি। তিনি গুজব ছড়াচ্ছেন বলে দাবি করেন অন্য ভোটদাতারা। ফারাহ যে সত্যিই ভোট দিয়েছেন, আঙুলে অন্য কালি লাগাননি তার প্রমাণও চাওয়া হয়। ছেড়ে দেননি ফারাহও। দেখুন তাঁর জবাব।