হায়দরাবাদ: চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচই ছিল তাঁর শেষ ম্যাচ। এরপরই দেশে ফিরে যেতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। আর সেই ম্যাচে ফের জ্বলে উঠলেন ব্যাট হাতে। অস্ট্রেলিয়ার ওপেনার শুধু ৫৬ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংসই খেললেন না, দলকে জেতালেনও। পঞ্জাবকে ৪৫ রানে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে ভালমতোই টিকে রইল সানরাইজার্স হায়দরাবাদ।


ঘরের মাঠে টস হেরে প্রথম ব্যাট করতে হয়েছিল হায়দরাবাদকে। আর শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ওয়ার্নার। প্রথম একাদশে সুযোগ পেয়ে তাঁকে যোগ্য সঙ্গত করলেন বাংলার ঋদ্ধিমান সাহা। বঙ্গ ক্রিকেটার ইনিংস ওপেন করতে নেমে ১৩ বলে করলেন ২৮ রান। ঋদ্ধির ইনিংসে ছিল তিনটি চার ও একটি বিশাল ছক্কা। দুই ওপেনারের দাপটে মাত্র ৬.২ ওভারে ৭৮ রান তুলল হায়দরাবাদ। শেষ দিকে চালিয়ে খেলে মণীশ পাণ্ডে করলেন ২৫ বলে ৩৬ রান। ১০ বলে ২০ রান মহম্মদ নবির। ৭ বলে ১৪ অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ৩০ রানে দুটি ও মহম্মদ শামি ৩৬ রান দিয়ে সমসংখ্যক উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ তোলে ২১২/৬।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলকে হারায় পঞ্জাব। তবে কে এল রাহুল ৫৬ বলে ৭৯ রান করে যান। যদিও তিনি ছাড়া আর কেউই বলার মতো সাফল্য পাননি। তাই শেষ হিসাবে পিছিয়ে পড়ে পঞ্জাব। ২০ ওভারে ১৬৭/৮ স্কোরে আটকে যায় পঞ্জাব। হায়দরাবাদ বোলারদের মধ্যে সেরা সেই রশিদ খান। আফগান স্পিনার চার ওভারে মাত্র ২১ রান খরচ করে তিন উইকেট নেন। খলিল আমেদও নেন তিন উইকেট।

১২ ম্যাচে ১২ পয়েন্ট সহ তালিকায় চার নম্বরে রইল হায়দরাবাদ। শেষ দুই ম্যাচ জিতলেই তাদের প্লে-অফ নিশ্চিত। অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল পঞ্জাব। তালিকায় তারা এখন ছয় নম্বরে।