সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: জুন মালিয়ার প্রচারে দলের কর্মীদের অসন্তোষ ( TMC Candidate June Malia Campaign)। ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল (TMC Inner Clash)।  এদিন শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন জুন মালিয়া। বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জুনের রোড শো। তখনই তাঁর হুড খোলা গাড়িতে উঠেন সদ্য নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলার অর্পিতা রায় নায়েক। অর্পিতাকে দলে নেওয়ায় এমনিতেই অর্পিতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ। জুনের গাড়িতে ওঠার সময় সেই ক্ষোভ আছড়ে পড়ে। তিনি গাড়িতে উঠলে প্রতিবাদে সোচ্চার হয় ওই ওয়ার্ডের তৃণমূলের নেতা কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক।


মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার মিছিলে হাতাহাতি বেধে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর। ভোটের আগে শাসক দলের কোন্দল নিয়ে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মিছিল করছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।সেই মিছিলের সামনেই প্রায় হাতাহাতি চলছে তৃণমূল কর্মীদের মধ্যে। বুধবার মেদিনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়েক। অর্পিতা রায় নায়েককে গাড়ি থেকে নামানোর দাবি তুলে মিছিলের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের থামাতে গেলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রায় হাতাহাতি বেধে যায়।পরিস্থিতি সামাল দিতে অর্পিতা রায় নায়েককে নামিয়ে দেওয়া হয় জুন মালিয়ার গাড়ি থেকে।


মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজদীপ ঘোষ বলেন, আমাদের কাউন্সিলর যে দু'দিন যোগদান করেছে। আর আমরা পুরাতন কর্মী। সারক্ষণ আমরা ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি। আমরা আজকে দেখলাম প্রার্থী জুন মালিয়ার সঙ্গে হট করে উনি গাড়িতে উঠে গেলেন। কেন উঠবেন? এই প্রসঙ্গে মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়েকের মন্তব্য। আমি কিছু জানি না, কিছু দেখিও নি। আমার ওয়ার্ডে মিছিল ছিল, আমাকে যেতে বলেছিল, গিয়েছি।


মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী  জুন মালিয়া বলেন, আমি যখন র‍্যালি করছিলাম তখন এটা আমার সামনে হয়নি। সুতরাং না জেনে আমি কোনও মন্তব্য করতে পারব না। ২০২২ সালের পুর নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ে জয়ী হয়েছিলেন অর্পিতা রায় নায়েক। ১৬ মার্চ জুন মালিয়ার হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন তিনি। ২২ মার্চ অর্পিতা রায় নায়েকের বিরুদ্ধে পোস্টার পড়েছিল ১৪ নম্বর ওয়ার্ডে। ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি। 


আরও পড়ুন, 'তিহাড়ে বসেই খেলা হবে..', বীরভূমে TMC-র দেওয়াল লিখনের জবাব BJP-র


 মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, সিন্ডিকেটের ভাগটা কে পাবে? কত টাকা কাটমানি আসবে? কোথা থেকে কে তোলা তুলবে? এই সবের লড়াই। এটা কোনও প্রথমবার নয়। সারা পশ্চিমবঙ্গেই তৃণমূলে এটা হচ্ছে। অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্থী জুন মালিয়ার মিছিলে শিশুরা ছিল বলে অভিযোগ বিজেপির। মিছিলে শিশুদের থাকার ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলায় বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানকে শোজক করেছে নির্বাচন কমিশন।