উত্তর ২৪ পরগনা: অসুস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (BJP Candidate Rekha Patra)। তাঁকে ভর্তি করা হয়েছে কল্যাণী এইমসে (Kalyani AIIMS)। সন্দেশখালিতে (Sandeshkhali) সভা করার সময় অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। 


গতকালই বসিরহাটে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা নিয়ে চর্চার মাঝেই, রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্বোধন করেন শক্তিস্বরূপা বলে। কুর্নিশ জানান তাঁর লড়াইকে। এরই পাশাপাশি,  সদ্য ভোটের ময়দানে নামা রেখা পাত্রকে প্রচারের রূপরেখাও ঠিক করে দেন মোদি।  প্রধানমন্ত্রীর ফোনের পরেই বিতর্ক দূরে সরিয়ে রেখে, রেখা পাত্রকে নিয়ে উচ্ছ্বাসে ভাসে সন্দেশখালি। এদিকে সন্দেশখালিতে সভা করা দিনেই অসুস্থ হয়ে পড়লেন রেখা।


বসিরহাট কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ প্রথম সন্দেশখালিতে যান রেখা পাত্র। রেখার সমর্থনে আওয়াজ তুললেন সন্দেশখালির মহিলা আন্দোলনকারীরা। তা দেখে ভোটে গেরুয়া সুনামির হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী।  বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন,  'আমি প্রার্থী নই, আমার প্রার্থী পুরো বসিরহাট জেলার আমার  মা-বোনেরা। আমার মা-বোনেদের কাছে একটাই অনুরোধ করব।ওনাদের আশীর্বাদেই এতটা আমি আসতে পেরেছি।আগামী দিনেও ওনাদের হাত আমার মাথার ওপরে থাকুক।আমি ওনাদের জন্য কিছু করতে চাই।' 


রেখা এদিন আরও বলেন,' আমাদের মুখ্যমন্ত্রী এসে যেটা করতে পারেনি, সেটা আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেখিয়েছেন। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অসহায় মা-বোনেদের পাশে এসে দাঁড়িয়ে দেখিয়েছেন ।২০১১ সাল থেকে যে ভোটটা ওরা দিতে পারেনি শান্তিপূর্ণভাবে, সেই ভোটটা এই ২০২৪-এ ওনারা দেবেন। সেই দিকটা আমি ওদের দেখব, ওনারা যাতে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন। ওনাদের স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।' 


লোকসভার লড়াইয়ে, এরাজ্য়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বড় অস্ত্র, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ।আর সেই সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর, বুধবার প্রথম সন্দেশখালিতে আসেন রেখা পাত্র। মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেন। চলার পথে সারেন জনসংযোগ।ফুলে, মালায় শঙ্খধ্বনিতে রেখাকে স্বাগত জানায় সন্দেশখালি। 


আরও পড়ুন, গার্ডেনরিচকাণ্ডে গাফিলতি কার ? পুর-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেয়র


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)