রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র উত্তপ্ত জলপাইগুড়ি (Jalpaiguri)। সিপিএম প্রার্থীর সঙ্গে নেতাদেরকে জেলাশাসকের দফতরে যেতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরজন্য বিশেষ অনুমতি নিতে হয় বলে দাবি অতিরিক্ত পুলিশ সুপারের।
১৯ এপ্রিল, প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ি আসনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর উল্টোদিকে নতুন মুখ দেবরাজ বর্মনকে প্রার্থী করেছে সিপিএম। শুক্রবার বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় দু'দলই। জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন, আমরা সব সময় মানুষের পাশে থাকি আমাদের সম সময় অ্যাডভানটেজ। জলপাইগুড়ি সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, আমাদের ইস্যু নিয়ে লড়াই আমরা ইস্যু নিয়ে প্রচার করছি। সিপিএম পার্থী দেবরাজ বর্মন মনোনয়ন জমা দিতে গেলে গন্ডগোল শুরু হয়। দেবরাজ জেলা শাসকের কার্যালয়ে যাওয়ার অনুমতি পেলেও পুলিশ বাধা দেয় বাকি সিপিএম কর্মী-সমর্থকদের।
জলপাইগুড়ি জেলা সিপিএম যুবনেতা শুভময় ঘোষ বলেন, পুলিশ দলদাস, পুলিশকে সামনে রেখে ভোট করাচ্ছে তৃণমূল। জলপাইগুড়ি জেলা তৃণমূল সম্পাদক বিকাশ মালাকার বলেন, আমরা সব নিয়ম মেনেই মনোনয়ন দিয়েছি। ওদের অনুমতি ছিল কিনা জানা নেই। প্রশাসনের সঙ্গে এই ব্যবহার দুর্ভাগ্যজনক। ২০১৯ সালের লোকসভা ভোটে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্তকুমার রায়। সেই আসনে এবার এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির।
জলপাইগুড়ি জেলা তৃণমূল সম্পাদক বিকাশ মালাকার বলেছেন, আমরা সব নিয়ম মেনেই মনোনয়ন দিয়েছি। ওদের অনুমতি ছিল কিনা জানা নেই। প্রশাসনের সঙ্গে এই ব্যবহার দুর্ভাগ্যজনক। ২০১৯ সালের লোকসভা ভোটে জলপাইগুড়ি থেকে জয়ী হয়েছিলেন বিজেপির জয়ন্তকুমার রায়। এবার এই আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল।
আরও পড়ুন, যতোই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি : শুভেন্দু
জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, তোমার দেখা নাই। বিজেপি বলছে এটা মোদী বনাম মমতার লড়াই তা হলে মোদীর প্রার্থী কোথায় এটা ভোটের আগেই হার একরকম। জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, আপনাদের বিজেপিকে নিয়ে চিন্তা করতে হবে না আপনারা নিজেদের নিয়ে চিন্তা করুন। আপনারা মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষ আপনাদের বেঁধে রাখবে। শনিবার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বলে খবর বিজেপি সূত্রে। সেখানে কি জলপাইগুড়ির প্রার্থীর নাম থাকবে? সেটাই দেখার।