নয়াদিল্লি: গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। আরও জোর পেল নির্বাচনী ময়দানে প্রিয়ঙ্কা গাঁধীর অবতীর্ণ হওয়ার খবর। আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশের রায়বরেলী থেকে প্রার্থী হতে চলেছেন বলে কংগ্রেস সূত্রে খবর মিলেছে। পাশাপাশি, অমেঠীর আসনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাহুল গাঁধী। কেরলের ওয়েনাড এবং উত্তরপ্রদেশের অমেঠী, দুই আসনেই রাহুল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। (Lok Sabha Elections 2024)


বেশ দেরি করেই রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন প্রিয়ঙ্কা। পরিবার, দায়-দায়িত্ব সামলে তবেই আসতে পেরেছেন বলে জানান তিনি। তবে কয়েক বছর আগে সক্রিয় রাজনীতিতে যোগ দিলেও, নির্বাচনী রাজনীতিতে কবে দেখা যাবে, সেই নিয়ে অপেক্ষায় ছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরাও। এ বছর লোকসভা নির্বাচনের সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলে কংগ্রেস সূত্রে খবর।  গাঁধী পরিবারের গড় বলে পরিচিত রায়বরেলীতে তাঁকে প্রার্থী করতে পারে কংগ্রেস। (Congress Candidature)


দীর্ঘ দিন ধরেই রায়বরেলী গাঁধী পরিবারের গড় হিসেবে পরিচিত। ফিরোজ গাঁধী থেকে ইন্দিরা গাঁধীর নির্বাচনী কেন্দ্রও ছিল রায়বরেলী। গত দু'-দশক ধরে কংগ্রেসের হয়ে রায়বরেলী ধরে রেখেছিলেন সনিয়া গাঁধী। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশ যখন গেরুয়া জ্বরে আক্রান্ত, সেই সময়ও রায়বরেলী ধরে রেখেছিলেন সনিয়া। কিন্তু শারীরিক অসুস্থতা এবং বার্ধক্যের জেরে সম্প্রতি রায়বরেলী ছেড়ে জয়পুর থেকে রাজ্যসভায় গিয়েছেন সনিয়া। তার পর থেকেই ওই আসনে প্রিয়ঙ্কাকে নামানো হতে পারে বলে জল্পনা চলছিল। রায়বরেলীতে প্রিয়ঙ্কাকে চেয়ে পোস্টারও দেখা গিয়েছে ইতিমধ্যেই। সেই আবহেই কংগ্রেস সূত্রে এবার প্রিয়ঙ্কাকে রায়বরেলীতে প্রার্থী করার খবর উঠে এল। 


আরও পড়ুন: Priyanka Gandhi Vadra: মায়ের ছাড়া আসনে মেয়ে? প্রিয়ঙ্কাকে চেয়ে পোস্টার রায়বরেলীতে


একই ভাবে, দীর্ঘ সময় ধরে গাঁধীদের দখলে ছিল অমেঠী। সঞ্জয় গাঁধীর নির্বাচনী কেন্দ্র পরবর্তী কালে রাজীব গাঁধীর নির্বাচনী কেন্দ্র হয়ে ওঠে। ১৯৯৯ সালে নির্বাচনী রাজনীতিতে সনিয়ার হাতেখড়িও হয় অমেঠী থেকেই। ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠীতে জয়ী হন রাহুল। কিন্তু ২০১৯ সালে BJP-র স্মৃতি ইরানির কাছে পরাজিত হন রাহুল। সেবার কেরলের ওয়েনাড রাহুলের মুখরক্ষা করে। কিন্তু চলতি বছরে আবারও অমেঠীতে রাহুল ফিরতে পারেন বলে খবর। একসঙ্গে অমেঠী এবং ওয়েনাড, দুই কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হতে পারেন বলে খবর।


এখনও পর্যন্ত রায়বরেলীতে প্রার্থী ঘোষণা করেনি BJP। ২০১৯ সালে সেখানে দীনেশ প্রতাপ সিংহকে প্রার্থী করে তারা। কিন্তু তাঁকে ১ লক্ষ ৬০ হাজার ভোটে পরাজিত করেন সনিয়া। অমেঠীতে এবছরও স্মৃতিই লড়বেন বলে জানিয়েছে BJP. লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রায়বরেলী এবং অমেঠী, দুই হাইভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে।