শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভোট মিটতে না মিটতেই কোচবিহারের তুফানগঞ্জে সংঘর্ষে জড়াল বিজেপির দুই গোষ্ঠী (BJP inner Clash)। নাক ফাটল বিজেপি নেতার। সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের চারজন।


 তুফানগঞ্জে সংঘর্ষে জড়াল BJP-র দুই গোষ্ঠী


আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ বিধানসভায় বিজেপির আহ্বায়ক বিমল পাল। তাঁর অভিযোগ, গতকাল ভানুকুমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল কমিটির বৈঠক চলাকালীন পার্টি অফিসে চড়াও হন বিজেপি কর্মী ভক্ত দাস ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা। মারধরে নাক ফেটে যায় বিজেপি নেতার। বিজেপি কর্মীর স্ত্রীর পাল্টা দাবি, পার্টি অফিসে ডেকে উল্টে তাঁর স্বামীকেই মারধর করেন বিমল পালের অনুগামীরা। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, আক্রান্ত ২ জনই হাসপাতালে ভর্তি রয়েছেন। গোষ্ঠীকোন্দল নিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


লোকসভা ভোটে প্রথম দফা ছিল কোচবিহারে


লোকসভা ভোটে প্রথম দফা ছিল কোচবিহারে। কোচবিহারকে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলেছিল নির্বাচন কমিশন। যেহেতু কোচবিহার হাতছানি দেয় একটা তিক্ত অতীত।  বিধানসভা ভোটের সময়, শীতলকুচির সেই ভয়াবহ ঘটনার স্মৃতি এখনও তাজা। এবার সেই মতো কোচবিহারের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাডা়নোর নির্দেশ দেওয়া হয়েছিল।


কড়া নিরাপত্তার পরেও ভোটের দিন অশান্তিতে ভরে উঠেছিল কোচবিহার


২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের সময়, শীতলকুচিতে যা হয়েছিল, তা যেন পুনরায় ফিরে না আসে, সেটা খেয়ালে রেখেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত ওই বছর চতুর্থ দফা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। কিন্তু এতকিছুর পরেও, আরেকটা শীতলকুচিকাণ্ড না হলেও, লোকসভা ভোটের আগে এবং ভোটের দিন অশান্তিতে ভরে উঠেছিল কোচবিহার। 


ভোটের দিন উত্তেজনা ছড়িয়েছিল কোচবিহারে


লোকসভা ভোটের আগেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি।জ্বালিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের অস্থায়ী কার্যালয়। অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেছিল বিজেপি। পথসভা সেরে ফেরার পথে ওই ঘটনা দেখতে পাওয়া যায়। খবর পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। প্রচারের শেষ দিনে, তৃণমূল কর্মীদের গাড়ি ভাঙচুর, বেদম প্রহার করার অভিযোগ ওঠে। এখানেও অভিযোগের কাঠগড়ায় বিজেপি।আর ভোটের দিন, প্রথম ৬ ঘণ্টায় কমিশনে যে ৩৮৩ টি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে ১৭২ টি অভিযোগ কোচবিহারকে ঘিরে। বিজেপি এজেন্টকে অপহরণ থেকে শুরু করে মেরে নাক ফাঁটিয়ে দেওয়া, কার্যলয় পোড়ানো , কিছুই বাদ যায়নি প্রথম দফার ভোটে।।


আরও পড়ুন, বিমান বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী তাপস রায়, বললেন..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।