নয়াদিল্লি: চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের (EC On Election Polls 2024)। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে,  পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রে উপ নির্বাচন হবে। মুর্শিদাবাদের ভগবানগোলা এবং উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে উপনির্বাচন হবে। 'বাংলা, গুজরাত, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে ২৬ আসনে উপনির্বাচন', বলে বার্তা কমিশনের।মূলত কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। এবং উত্তর ২৪ পরগনার বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। যার দরুণ ওই দুই বিধায়কের আসন ফাঁকা পড়ে রয়েছে। তাই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। 


নির্বাচন কমিশন এদিন জানায়'১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ। ৯৭ কোটির বেশি ভোটার। সাড়ে ১০ লক্ষের বেশি ভোটদান কেন্দ্র। ২ বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লক্ষ। ১৮ থেকে ৩০ বছরের ভোটার সংখ্যা সাড়ে ২১ কোটি। ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে এবারের ভোটে। নির্বাচনে কাজ করবেন প্রায় দেড় লক্ষ ভোট কর্মী। প্রত্যেক বুথে হেল্প ডেস্ক, হুইল চেয়ার, শৌচালয় থাকবে। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতি বুথে সব সুবিধা থাকবে। ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার। ৮৫ বছরের বেশি বয়সের ভোটারদের বাড়িতেই ভোটদানের সুবিধা থাকবে।'


কমিশনের তরফে জানানো হয়,'পেশিশক্তি, বেআইনি অর্থ, ভুল তথ্য ও আদর্শ আচরণ বিধি ভঙ্গকারী সবথেকে বড় চ্যালেঞ্জ। পেশিশক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম। ভোটে কোথাও হিংসা কোনও ভাবে বরদাস্ত নয়। প্রশাসনে ৩ বছরের বেশি এক জায়গায় যাঁরা আছেন, তাঁদের বদলি করতে হবে। অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ১৯৫০। ভোটের আগেই ৩৪০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পেশিশক্তি ও বেআইনি আর্থিক লেনদেন হতে দেওয়া যাবে না। অভিযোগ এলেই কড়া পদক্ষেপ করা হবে। দাগি অপরাধীদের উপর নজর রাখা হবে। সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ালেও কড়া ব্যবস্থা। নাবালকদের দিয়ে প্রচার করলে রাজনৈতিক দলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ', সতর্ক করল কমিশন।


আরও পড়ুন, ভোটের জন্য কীভাবে সাজবে বুথ ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)