মুন্না অগ্রবাল ও চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: বুধে বৃষ্টি মাথায় করেই লোকসভা ভোটের প্রচারে, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।(BJP Candidate Sukanta Majumdar) 'বাংলায় ২৫ এর বেশি আসনে জয় আনবেই বিজেপি', ইতিমধ্যেই ফের ভবিষ্যতবাণী করেছেন অমিত শাহ। আর আজ এই ইস্যুতেই সুকান্ত বলেন, 'দেখুন উনি তো ৩৫ এর টার্গেট দিয়ে গিয়েছেন। আমরা ২৫ এর উপরেই উঠব, চিন্তা নেই।' তবে শুধুই শাহ-র লক্ষ্যমাত্রা নিয়েই কথা বললেন না তিনি, ক্ষোভের আগুন ছড়িয়েছে আরও একাধিক বিষয়েও। বোঝা গেল বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য প্রকাশে।
'সুপ্রিম' শুনানি
অভিষেককে তলবের ইস্যুতে 'সুপ্রিম' নির্দেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এদিন সুকান্ত বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তো আমরা বেশি কিছু বলতে পারবো না। কিন্তু মানুষের মনে কতগুলি প্রশ্ন জাগছে। যে ডিএ মামলার শুনানি হচ্ছে না। দিনের পর দিন ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে। অথচ এই সুপ্রিম কোর্টেই কপিল সিব্বলের মতো উকিল বাবুরা, অভিষেকের মতো চোরেদের কেস নিয়ে যাচ্ছেন। ফটাফট শুনানি হয়ে যাচ্ছে। আবার স্টে অর্ডারও হয়ে যাচ্ছে। প্রতিদিন ইলেকট্রোরাল বন্ড নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই চোরেদের শাস্তির বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যবস্থা করছে না। তাই মানুষের মনে নানরকম প্রশ্ন জাগছে।
CAA
অপরদিকে, CAA বিরোধিতায় সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরেই উত্তর ২৪ পরগনায় দক্ষিণ হাবরার সভা থেকে পাল্টা তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। বলেন,একজনেরও যদি নাগরিকত্ব যায় তাহলে আমি বিধায়ক পদ থেকে পদত্য়াগ করব। আর একজনেরও যদি নাগরিকত্ব না যায়, আপনি পদত্য়াগ করবেন তো। করবেন তো আপনি?' আর এদিন সুকান্ত বলেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। কারও নাগরিকত্ব যাবে না। আমি গ্যারান্টি দিচ্ছি।যার নাগরিকত্ব চলে যাবে, তাঁর নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব এই সুকান্ত মজুমদারের', নিজের দিকে হাত দেখিয়ে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন, বৃষ্টিতে ছাতা মাথায় প্রচার BJP প্রার্থী লকেটের, দিন শুরু কালী মন্দিরে পুজো দিয়ে..
বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথা নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত
মূলত আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাতা হাতে নিয়ে ভোট প্রচারে বেরোলেন। বিভিন্ন এলাকায় তিনি ভোট প্রচার করেছেন। ছোট ছোট কর্মীসভা করে ভোট প্রচার সারলেন। বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথা নিয়েই তিনি ভোট প্রচার করলেন এদিন। অপরদিকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রর হিলি ব্লকে দক্ষিণ দিনাজপুর জেলায় ভোট প্রচারের কথা ছিল। কিন্তু তিনি আবহাওয়ার জন্য ওনার প্রচার বন্ধ রাখা হয়।