সোমনাথ মিত্র, হুগলি: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) দিনক্ষণ প্রকাশ্যে আসতেই ধুমধাম করে প্রচারে নেমেছেন সব রাজনৈতিক দলগুলিই। আর এবার হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি হয়ে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এদিকে ওই লোকসভা কেন্দ্রেই এবার তাঁর বিপরীতে তৃণমূলের হয়ে ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায় (TMC Candidate Rachana Banerjee)। বলাইবাহুল্য এনিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। আর ঠিক এমন আবহেওই আজ বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে প্রচার সারলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Hooghly BJP Candidate Locket Chatterjee)।


আজ সকালে প্রথমে পাণ্ডুয়া বিধানসভার পাঁচঘড়া এলাকায় কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপর স্থানীয় একটি হরিসভায় হরিনাম সংকীর্তন আসরে প্রবেশ করে ঠাকুর প্রণাম করেন তিনি। তারপর স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন লকেট। এরপর  পাণ্ডুয়া বিধানসভার মাগুরা পূর্বপাড়া এলাকায় একটি  কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন সাংসদ। পাশাপাশি পান্ডুয়া স্টেশন রোড সংলগ্ন এলাকায় পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে গিয়ে সেখানকার পড়ুয়াদের সাথে বেশ কিছুটা সময় কাটান লকেট চট্টোপাধ্যায়।


সম্প্রতি বিজেপির প্রথম দফা তালিকা ঘোষণার পর জানা যায়, হুগলিতে বিজেপির হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। এই অবধি সব ঠিকই ছিল। রবিবারের তৃণমমূলের জনগর্জন সভার পরেই প্রেক্ষাপটটা বদলে যায়। হুগলি লোকসভা কেন্দ্রের হয়ে নাম ঘোষণা হয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের। ব্যাস সেই শুরু, লড়াই কি অভিনেত্রী বনাম অভিনেত্রীর নাকি অন্য কিছু ? গুঞ্জন চারিদিকেই। যদিও বিতর্ক পাশে সরিয়ে কদিন আগেই এর উত্তর দিয়েছেন লকেট। 'লড়াইটা অভিনেত্রীদের নয়, মমতা-মোদির..।'


দুই দিদিরই লক্ষ্য নম্বর ওয়ান হওয়া। জনসংযোগে তাই একজন ধরলেন খুন্তি, একজন সাধারণ মানুষের সঙ্গে খেলেন পাত পেড়ে। একই দিনে হুগলির দুই প্রান্তে প্রচার সারলেন লকেট চট্টোপাধ্য়ায় ও রচনা বন্দ্য়োপাধ্য়ায়। প্রচারের ফাঁকে একে অপরকে নিশানা করেছেন লকেট ও রচনা। জনসংযোগে বেরিয়ে রান্না লকেটের ভোট প্রচারে একতা ভোজে রচনা।একজন পোলবায়, আরেক জন চন্দননগরে। মঙ্গলবার জেলার দুই প্রান্তে প্রচারে ঝড় তুললেন হুগলি লোকসভার দুই প্রার্থী।কথায় বলে, যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। আর বাস্তবে যাঁরা রাঁধেন তাঁরা ভোটেও লড়েন। ভোটপ্রচারে বেরিয়ে একজন ধরলেন খুন্তি,অন্যজন খেলেন পাত পেড়ে। হুগলির পোলবা রাজারহাট পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়। রাজারহাট পঞ্চায়েতের ওলাবিবিতলায় রান্না পুজো উৎসব উপলক্ষে জমায়েত হয়েছিলেন অনেক মানুষ। তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থা করেন তিনি। এরপর পাশের বাগানে রান্না করেন বিজেপি প্রার্থী। রান্নার পর সেখানেই খাওয়া-দাওয়া সারেন তিনি।


আরও পড়ুন, জগদ্দলে বামনেতার প্রয়াণে পরিবারের পাশে অর্জুন সিংহ, বললেন..


অন্য়দিকে, চন্দননগরের বোড়াইচন্ডী মন্দিরে পুজো দিয়ে ও পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন তিনি। কর্মীসভা করার পাশাপাশি তৃণমূল কর্মীদের সঙ্গে একতা ভোজে যোগ দেন রচনা। ভোট প্রচারে লকেটকে নিশানা রচনার। রচনাকে পাল্টা জবাব লকেটের। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,আমি জানতে চাই ৫ বছরে কী কী করেছেন উনি আমাদেরকে একটু পাঠালে খুব ভাল হয়। শুধু মুখে অ্য়ামাউন্ট বললে তো হবে না। দেখাতে হবে তো কোথায় কাজ হয়েছে। উনি কী কী করে দেখিয়েছেন। জনগণ তো এখনও জানেন না। জানতে হবে তো কোথায় কোথায় ১৭ কোটি টাকা খরচ করেছেন। আগামী ২০ মে পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছেন লকেট ও রচনা। তাঁদের বাগ্‍যুদ্ধে তুঙ্গে জেলার রাজনীতি।