NEET PG 2024 Exam: নিট পিজি পরীক্ষার তারিখ বদল, নয়া রুটিন জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন

NEET PG 2024 Exam Preponed: নিট পিজি পরীক্ষার তারিখ বদল করা হল। নয়া রুটিন জারি করল ন্যাশনাল মেডিকেল কমিশন।

Continues below advertisement

 

Continues below advertisement

কলকাতা: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility cum Entrance Test) অর্থাৎ নিট পিজি পরীক্ষার তারিখ বদলে গেল। সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতেই এই তারিখ বদলের কথা ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোট ২০২৪ সালের জন্য এই বদলে আনা হয়েছে রুটিনে নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন।

কবে হবে নেট পিজি পরীক্ষা ?

ন্যাশন মেডিকেল কমিশনের সূত্র থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৩ শে জুন নিট পিজির পরীক্ষা রিশিডিউল করা হয়েছে। ‌ রেজাল্ট ঘোষণা ডেটটিও তারিখ ও বদল করা হয়েছে লোকসভা ভোটের কারণে। আগে ৭ জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল। ২৩ শে জুন পরীক্ষা হয়ে যাওয়ার পর ১৫ই জুলাই ফল প্রকাশ করা হবে। সংশোধিত রুটিন অনুযায়ী কাট অফ ডেটে কোন পরিবর্তন আনা হয়নি আগের মতই ১৫ ই অগস্ট রাখা হয়েছে। তবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২৩ জুন ও ফল ঘোষণা ১৫ জুলাই। 

নেট পিজি পরীক্ষার সামগ্রিক সূচী

  • সংশোধিত রুটিন অনুযায়ী, নিট পিজি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন।
  • পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে ১৫ জুলাই।
  • যোগ্য প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ৫ অগস্ট থেকে। 
  • ১৫ অক্টোবরের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। 
  • এর পর ১৬ সেপ্টেম্বর থেকে পড়াশোনার পাঠক্রম অর্থাৎ আকাডেমিক সেশন শুরু হয়ে যাবে।

অনলাইন মোডেই হবে কাউন্সেলিং

নিট পিজি পরীক্ষার কাউন্সেলিং অনলাইন মোডেই করতে হবে। সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে। পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন নামের ওই বিজ্ঞপ্তিতে কাউন্সিলিং নিয়ে করা নির্দেশ দেয় এনএমসি। নির্দেশে জানানো হয় প্রতিটি কাউন্সিলিং এবার থেকে অনলাইন মোডি করতে হবে। এমনকী কাউন্সেলিংয়ের বিভিন্ন ধাপের সবকটি ধাপ অনলাইন মোডেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছিল এনএমসি। এর পাশাপাশি বলা হয় প্রতিটি কাউন্সেলিং কেন্দ্রীয় রাজ্য সরকারের মাধ্যমে করাতে হবে কোন কলেজ তাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে কাউন্সেলিং করাতে পারবে না। অর্থাৎ তার যুব কেন্দ্রে তত্ত্বাবধানে গোটা ভর্তি প্রক্রিয়াটি চলবে বলে জানিয়েছে এনএমসি।

আরও পড়ুন - IAS Success Story: কোচিং ছাড়াই UPSC-তে ৬০ র‌্যাঙ্ক, পদে পদে উদ্বুদ্ধ করবে শ্রদ্ধার কেরিয়ার

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola