কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) জন্য ৩৯ জনের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস (Congress)। তবে আরও বেশ কিছু রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আজ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কংগ্রেস পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) দ্বিতীয় সভা সোমবার সন্ধ্যায় দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে অনুষ্ঠিত হতে চলেছে।
দলীয় সূত্রে খবর, সন্ধ্যা ৬টায় বৈঠক ডাকা হয়েছে এবং সভাপতিত্ব করবেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সংসদীয় কমিটির চেয়ারপার্সন সনিয়া গান্ধী এবং দলের সাংসদ রাহুল গান্ধীও বৈঠকে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, কর্ণাটক, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, তামিলনাড়ু, দিল্লি এবং মধ্যপ্রদেশের লোকসভা আসন নিয়ে আলোচনা হবে। এর আগে, কংগ্রেস ৮ মার্চ ৩৯টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছিল৷ ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, লক্ষদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরার লোকসভা আসনগুলির জন্য নাম ঘোষণা করা হয়েছে ৷ ঘোষিত মোট ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৬ জন কেরালার, সাতজন কর্ণাটকের, ছয়জন ছত্তিশগড়ের এবং চারজন তেলেঙ্গানার।
মেঘালয় থেকে দুটি এবং নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম এবং লক্ষদ্বীপ থেকে একটি করে। ৭ মার্চ অনুষ্ঠিত প্রথম কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পরে ৩৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেসি ভেনুগোপাল বলেন, "এই ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৫ জন সাধারণ শ্রেণির এবং ২৪ জন SC, ST-এর। , ওবিসি, এবং সংখ্যালঘুরা।" বিজেপি ইতিমধ্যেই ১৯৫ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, রাহুল-তারুর-সহ এবার ৩৯ জনের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের
এর আগে কংগ্রেসের ৩৯ জনের তালিকায় হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাহুল গাঁধী, শশী তারুর, ভূপেশ বাঘেলের মতো নাম। কেরলের ওয়েনাড কেন্দ্র থেকে লড়াই করছেন রাহুল গান্ধী। পাশাপাশি অমেঠি থেকেও দাঁড়াচ্ছেন তিনি। তিরুঅনন্তপুরম থেকে লড়াই করবেন শশী তারুর। অন্যদিকে, এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন ভূপেশ বাঘেল। তিনি ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁও থেকে প্রতিদ্বন্দ্বতি করবেন।