নয়াদিল্লি: আজ প্রথম দফার লোকসভা ভোট। সাত দফা নির্বাচনের প্রথম দফায় ভোট হচ্ছে ২০টি রাজ্যের ৯১টি লোকসভা আসনে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ২৫, অরুণাচল প্রদেশের ২, অসমের ৫, বিহারের ৪, ছত্তীসগঢ়ের ১, জম্মু-কাশ্মীরের ২, মহারাষ্ট্রের ৭, মণিপুরের ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ ও নাগাল্যান্ডের ১টি আসন। এছাড়াও, প্রথম দফায় ওড়িশার ৪, সিকিমের ১, তেলঙ্গনার ১৭, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান-নিকোবরের ১ ও লাক্ষা দ্বীপের ১টি আসনে ভোট হচ্ছে।
একইসঙ্গে চলেছে অন্ধ্রপ্রদেশের ১৭৫, সিকিমের ৩২ এবং ওড়িশার ২৮ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ।
এদিনের পর আগামী ১৮ এপ্রিলস ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে লোকসভা নির্বাচনে সারা দেশে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা আগামী ২৩ মে।
আজ যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে সেগুলি হল- উত্তরপ্রদেশের সাহারানপুর, কৈরানা, মুজফ্ফরনগর, বাগপত,বিজনোর, মীরাট, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর
বিহারের ঔরঙ্গাবাদ, জামুই, গয়া, নওয়াদা
মহারাষ্ট্রের ওয়ার্ধা,রামটেক, নাগপুর, ভাণ্ডারা-গোন্ডিয়া, গঢ়চিরৌলি-চিমুর, চন্দ্রপুর, যাবতমল-ওয়াসিম
উত্তরাখণ্ডের তেহরি গাঢ়ওয়াল, গাঢ়ওয়াল, আলমোরা, নৈনিতাল-উধমসিংহ নগর,হরিদ্বার
অন্ধ্রপ্রদেশের আরাকু, শ্রীকালুলাম, বিজিয়ানগরম, বিশাখাপত্তনম, আনাকাপাল্লি, কাকিনাডা, অমলাপুরম, রাজামুন্দ্রি, নারাসপুরম, এলুরু, মছলিপটনম,বিজয়ওয়াড়া, গুন্টুর,নারাসারাওপেট,বাপাটলা, ওঙ্গোলে, নান্দিয়াল, কুর্নুল, অনন্তপুর, হিন্দুপুর, কাদাপা, নেল্লোর, তিরুপতি, রাজমপেট, চিত্তুর
তেলঙ্গানার আদিলাবাদ, পেড্ডাপাল্লে, করিমনগর, নিজামাবাদ, জাহিরাবাদ, মেডাক, মালকাজগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ, চেভেল্লা, মেহবুবনগর, নাগরকুর্নুল, নালগোন্ডা, ভোঙ্গির, ওয়ারাঙ্গল,মেহবুবাবাদ, খাম্মাম
অরুণাচল প্রদেশের অরুণাচল পশ্চিম, অরুণাচল পূর্ব
অসমের তেজপুর,কালিয়াবোর, জোড়হাট,ডিব্রুগড়, লখিমপুর
পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার
ওড়িশার কালাহান্ডি, নবরংপুর,কোরাপুট
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা ও জম্মু
মেঘালয়ের শিলং, তুরা
মণিপুরের আউটার মণিপুর
মিজোরামের মিজোরাম
নাগাল্যান্ডের নাগাল্যান্ড
সিকিমের সিকিম
ত্রিপুরার ত্রিপুরা পশ্চিম
আন্দামান ও নিকোবর আইল্যান্ডের আন্দামান ও নিকোবর আইল্যান্ড
লাক্ষাদ্বীপের লাক্ষাদ্বীপ
ছত্তিশগঢ়ের বস্তার
আজ লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২০ রাজ্যের ৯১ আসনে চলছে ভোটগ্রহণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2019 09:35 AM (IST)
আজ প্রথম দফার লোকসভা ভোট। সাত দফা নির্বাচনের প্রথম দফায় ভোট হচ্ছে ২০টি রাজ্যের ৯১টি লোকসভা আসনে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ২৫, অরুণাচল প্রদেশের ২, অসমের ৫, বিহারের ৪, ছত্তীসগঢ়ের ১, জম্মু-কাশ্মীরের ২, মহারাষ্ট্রের ৭, মণিপুরের ১, মেঘালয়ের ২, মিজোরামের ১ ও নাগাল্যান্ডের ১টি আসন। এছাড়াও, প্রথম দফায় ওড়িশার ৪, সিকিমের ১, তেলঙ্গনার ১৭, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশের ৮, উত্তরাখণ্ডের ৫, পশ্চিমবঙ্গের ২, আন্দামান-নিকোবরের ১ ও লাক্ষা দ্বীপের ১টি আসনে ভোট হচ্ছে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -